আমরা সকলে চাই অল্প টাকা জমিয়ে সহজে কিভাবে লাভ ক্ষতি হওয়া যায়। এবার আপনার জন্য পোস্ট অফিসের এমন এমন এক স্কিম সম্পর্কে বলতে যাচ্ছি যার মাধ্যমে আপনি অল্প টাকা জমিয়ে হতে পারেন লাখপতি। ভারতীয় পোস্ট অফিস হলো এমন এক সংস্থা যা ভারত সরকার দ্বারা পরিচালিত। তাইতো ভারতের জনগণের অন্যতম নির্ভরযোগ্য সংস্থা হিসেবে পোস্ট অফিস দাবি করছে। কেননা পোস্ট অফিসে ঝুকিহীন ভাবে টাকা সঞ্চয় করে রাখা যায়। আজকে পোস্ট অফিসের এমন এক স্কিম সম্পর্কে বলতে যাচ্ছি যার মাধ্যমে আপনি অল্প টাকাতে লাভ ক্ষতি হতে পারে। India Post Scheme
ভারত সরকারের পোস্ট অফিসে ( India Post Scheme) বর্তমানে বিভিন্ন ধরনের স্কিম নিয়ে আসা হয়েছে। এদিকে এই স্কিম গুলি ভারতের জনগণের উপর অনেক ইতিবাচক প্রভাব ফেলেছে। কেননা স্বল্প টাকা জমিয়ে আপনি ঝুকিহীন ভাবে ভালো রিটার্ন পেতে পারেন পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের মাধ্যমে। আপনি যদি ভারতের জনঘন হয়ে থাকেন এবং ঝুকিহীন ভাবে পোস্ট অফিসের স্কিমের মাধ্যমে ভালো রিটার্ন পেতে চান তাহলে শেষ পর্যন্ত পড়ুন।
আজকে পোস্ট অফিসে যে স্কিম সম্পর্কে বলতে যাচ্ছি তা হল রেকারিং ডিপোজিটিভ কিংবা আরডি স্কিম (RD Scheme)। সম্প্রতি ভারত সরকার কর্তৃক ক্ষুদ্র সঞ্চয় স্কিমের সুদের হার বৃদ্ধি করা হয়েছে। এর ফলে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম বা আরডি স্কিমের সুদের হারও বেড়েছে। বর্তমানে আরডি স্কিম এর ক্ষেত্রে টাকা সঞ্চয় করলে পাঁচ বছর মেয়াদী স্কিমের ক্ষেত্রে ৬.৭% সুদের হার পাওয়া যাচ্ছে। যেখানে পূর্বে দেওয়া হতো ৬.৫ শতাংশ। India Post Scheme
পোস্ট অফিসের এই স্কিমের সুবিধা পেতে গেলে আপনাকে পোস্ট অফিসের যে কোন ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে হবে। পোস্ট অফিস রেকারিং ডি পজেটিভ স্কিম এর মাধ্যমে ন্যূনতম ১০০ টাকা থেকে সর্বাধিক সীমাহীন টাকা সঞ্চয় করা সম্ভব। সব থেকে বড় কথা হলো পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম এর ক্ষেত্রে খাতা খোলার তিন বছরের মধ্যে অকাল প্রত্যাহার এর সুবিধাও থাকে। রেকারিং ডিপোজিট স্কিম এর সবথেকে সুবিধা হল এক্ষেত্রে আপনি ঋণও নিতে পারেন। অ্যাকাউন্ট খোলার এক বছরের মধ্যে ৫০ শতাংশ টাকার ঋণ পেতে পারে। এক্ষেত্রে মাত্র দুই শতাংশ সুদের হারে এই লোন দেওয়া হবে।
আরও পড়ুন : পাবেন 10 হাজার টাকা, রাজ্যের পড়ুয়াদের জন্য দুর্দান্ত উদ্যোগ মমতার -West Bengal Government Scheme
রেকারিং ডিপোজিটিভ স্কিমে যদি আপনি প্রতিমাসে ৫০০০ টাকা সঞ্চয় করেন তাহলে কত রিটার্ন পেতে পারেন? রেকারিং ডিপোজিট স্কিমে যদি আপনি প্রতি মাসে ৫০০০ টাকা করে ৫ বছর মেয়াদের জন্য টাকা জমা করেন, তাহলে আপনার মোট জমার পরিমাণ দাঁড়াবে তিন লক্ষ টাকা। ৬.৭ শতাংশ সুদের হারে আপনার মোট সুদ দাঁড়াবে ৫৬,৮৩০ টাকা। অর্থাৎ সবশেষে আপনি ৩ লক্ষ ৫৬ হাজার ৮৩০ টাকা রিটার্ন পেতে পারেন। এভাবে যদি আপনি বছরের পর বছর মেয়াদ বৃদ্ধি করতে থাকেন তাহলে এক সময় বিপুল রিটার্ন পেতে পারেন। India Post Scheme
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
Team JR write content for several years. We have well experience in content writing such as job and scheme or other educational and career update. Thank you