আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার জন্য ফের একটি নতুন চাকরির খবর নিয়ে আসা হল। এবার রাজ্যের এক জেলায় হেল্থ বিভাগের সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজ্যের 23 জেলা থেকে যোগ্যতার নিরিখে প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। ছেলেমেয়ে উভয় প্রার্থী যোগ্যতার নিরিখে আবেদন জানাতে পারবেন। নিযুক্ত প্রার্থীকে মাসিক বেতন হিসেবে 22 হাজার টাকা সঙ্গে POL হিসেবে 2000 টাকা দেওয়া হবে। আবেদন করার পূর্বে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। West Bengal Supervisor Job Recruitment
প্রথমে আসা যাক আবেদন প্রক্রিয়া সম্পর্কে : রাজ্যের VBD কাজের সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের কেবল অনলাইন এর মাধ্যমে আবেদন করার সুযোগ দেওয়া হবে। অনলাইন আবেদন করতে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে অথবা নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করতে হবে। এরপর প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরে ফর্মটি ফিলাপ করে নিতে হবে। সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করে বেশ কিছু জরুরি ডকুমেন্টস নির্দেশমতো আপলোড করে ফাইনাল সাবমিট করতে হবে। তবে ফাইনাল সাবমিট করার আগে আবেদন মূল্য ক্যাটাগরি অনুযায়ী অবশ্যই জমা করে নিতে হবে। এরপর ওই আবেদন পত্রটির প্রিন্ট আউট বের করে নিতে হবে। কেননা ডকুমেন্টস ভেরিফিকেশন করার সময় এই ফর্মটি ছাড়া প্রবেশ করানো হবে না।
জরুরি ডকুমেন্টস : এক্ষেত্রে বিজ্ঞপ্তি অনুযায়ী যে জরুরি ডকুমেন্টস এর কথা উল্লেখ করা হয়েছে তা হলো –
1. প্রার্থীর বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট কিংবা মাধ্যমিক এডমিট কার্ড কিংবা স্কুল লিভিং সার্টিফিকেট
2. পরিচয় পত্র হিসেবে প্যান কার্ড বা আধার কার্ড কিংবা ভোটার কার্ড
3. পাসপোর্ট সাইজের ছবি
4. কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
5. অন্যান্য
নিয়োগ প্রক্রিয়া : যোগ্যতার ভিত্তিতে সফলভাবে আবেদন করলে প্রার্থীদের নিয়োগ করা হবে একাডেমিক কোয়ালিফিকেশন, অভিজ্ঞতা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।
পদের নাম : রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীনে VBD টেকনিক্যাল সুপারভাইজার পদে নিয়োগ করা হবে
বয়সসীমা : আবেদনকারীদের বয়স থাকতে হবে সর্বনিম্ন 21 বছর এবং সর্বাধিক 40 বছরের মধ্যে। বয়স গণনা করা হবে 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী এবং সংরক্ষিতরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।
মাসিক বেতন : নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন হিসেবে দেওয়া হবে 22 হাজার টাকা এবং সঙ্গে POL হিসেবে 2 হাজার টাকা।
যোগ্যতা : টেকনিক্যাল সুপারভাইজার পদের জন্য আবেদন করতে সংশ্লিষ্ট পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যোগ্যতা থাকতে হবে। বিজ্ঞপ্তি থেকে যোগ্যতা সম্পর্কে নিচে চার্ট দেওয়া হলো
আরও পড়ুন : ক্লিক করুন
আবেদন করার তারিখ সমূহ : অনলাইনে মাধ্যমে আবেদন করা যাবে 28 আগস্ট 2024 তারিখ পর্যন্ত, তবে রেজিস্ট্রেশন কিংবা আবেদন মূল্য জমা করতে পারবেন 24 আগস্ট 2024 তারিখের পূর্বে।
নিয়োগের স্থান এবং আবেদন পদ্ধতি কিংবা নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরো বিস্তারিত জানতে অবশ্যই অফিশিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিন –
Official Notification : Download
Online Application : Click Here
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
I write content for several years. I have well experience in job related content writing. Besides I write Government update related content such as Government announced, Schemes and Education related many content.