চাকরি নয়, এবার ঘরে বসে মাসিক আয় 60-70 হাজার টাকা! দারুণ আইডিয়া দেখুন – Business Idea With ATM Franchise

আপনি কি বেকার? কিংবা চাকরির সঙ্গে জড়িত রয়েছেন?  অথবা অন্য কোন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কিন্তু পার্টটাইম ইনকাম করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে আজকের প্রতিবেদনে দারুন একটি আইডিয়া। কেননা এক্ষেত্রে আপনি কাজ না করে শুধু পুঁজি খাটিয়ে বসে বসে ইনকাম করতে পারবেন। তাও আবার হেনোতেনো ইনকাম না, মাসিক আয় করা যাবে ৬০ থেকে ৭০ হাজার কিংবা তার অধিকও। শুনতে অবাক লাগলেও বর্তমান যুগে এই ব্যবসা সম্পর্কে অনেকেরই অজানা। আসুন তাহলে এই ব্যবসা সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।

business idea with ATM franchise

আজকে যে ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি সেটি চাকরিকেউ হার মানাবে। কেননা এক্ষেত্রে অপরিসীম আয় করার সুযোগ থাকে। যদি এই ব্যবসা সঠিক স্থানে, ভিড় এলাকায়, চৌরাস্তা কিংবা বড় বাজারে শুরু করা যায় তাহলে এক্ষেত্রে বিপুল ইনকাম করার সুযোগ থাকবে। আজকে যে ব্যবসাটির সম্পর্কে বলতে যাচ্ছি সেটি হল এটিএম ফ্রাঞ্চাইজি ব্যবসা। আপনি ঘরে বসে এর মাধ্যমে আয় করতে পারবেন। প্রথমদিকে পুঁজি খাটাতে হলেও পরবর্তীতে মাসে মাসে আয় করার সুযোগ থাকলে আপনার হাতে। আসুন তাহলে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক। Business Idea With ATM Franchise

 

এবার সব থেকে বড় প্রশ্ন হল এটিএম ফ্রাঞ্চাইজি কিভাবে নেওয়া যায়? কোন কোন ব্যাংকের মাধ্যমে এই ফ্রাঞ্চাইজি দেওয়া হয়ে থাকে?। ভারতের বিভিন্ন ব্যাংক যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাঙ্ক অথবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইত্যাদি ব্যাংকের মাধ্যমে এটিএম ফ্রাঞ্চাইজি নেওয়া যায়। যদিও এটিএম ফ্রাঞ্চাইজি দেওয়ার জন্য ব্যাংকগুলি ঠিকাদার নিয়োগ করে এবং তারপর বিভিন্ন এলাকায় এটিএম মেশিন ইনস্টল করা হয়। Business Idea With ATM Franchise

 

আমাদের দেশে এটিএম মেশিন ইন্সটল করার ক্ষেত্রে বেশিরভাগ ব্যাংকগুলি TATA Indicash, Muthor ATM, India One ATM প্রভৃতি সংস্থাগুলির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে। আপনি যদি এই এটিএম মেশিন এর ফ্রাঞ্চাইজি নিতে চান তাহলে আপনাকে সংশ্লিষ্ট সংস্থাগুলির মূল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। মূল ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও আবেদন করা যাবে না। কেননা বর্তমানে প্রতারণা চক্র জাল বিছিয়ে রেখেছে।’যদিও এটিএম ফ্রাঞ্চাইজি নিয়ে বহু প্রতারণামূলক অভিযোগ এসেছে। তাই জালিয়াতি থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন এবং সঠিক জায়গায় যোগাযোগ করবেন’। মনে রাখবেন এটিএম ফ্রাঞ্চাইজি দেওয়ার ক্ষেত্রে আগে কোন টাকা চাওয়া হয় না। Business Idea With ATM Franchise

আরও খবর পড়ুন : ক্লিক করুন 

 এবার প্রশ্ন হল এটিএম ফ্রাঞ্চাইজি নিতে গেলে কি কি শর্ত পূরণ করতে হবে? 

প্রথমত এটিএম ফ্রাঞ্চাইজি নিতে গেলে এমন একটি জায়গা নির্ধারণ করতে হবে যেখানে জনবহুল বা মানুষের জনসংগম রয়েছে। এরপর অবশ্যই যেই জায়গায় এটিএম ফ্রাঞ্চাইজি নিতে চান সেই বিল্ডিং এ ছাদ থাকতে হবে এবং পাকা দেওয়াল থাকতে হবে। জায়গাটি থাকতে হবে ৫০ থেকে ৮০ বর্গফুট। যদি আশেপাশে কোন এটিএম থাকে তাহলে তার থেকে কমপক্ষে ১০০ মিটার দূরত্ব রাখতে হবে। এছাড়াও V-SAT বসানোর জন্য সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সম্মতি নিতে হবে। Business Idea With ATM Franchise

 ফের প্রকল্পের উপহার মমতার! পেতে পারেন নগদে 5000 টাকা! রইল বিস্তারিত -West Bengal Government Scheme

প্রয়োজনীয় ডকুমেন্টস : এটিএম ফ্রাঞ্চাইজি নিতে গেলে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে –

1. প্রার্থীর পরিচয় পত্র হিসাবে প্যান কার্ড, আধার কার্ড কিংবা ভোটার কার্ড

2. বাসিন্দা প্রমান হিসেবে বিদ্যুতের বিল কিংবা রেশন কার্ড থাকতে হবে

3. প্রার্থীর ব্যাংকের কারেন্ট পাস বুক থাকতে হবে

4. এছাড়াও প্রার্থীর ছবি, বৈধ ইমেইল এড্রেস ও ফোন নাম্বার থাকা জরুরী

5. প্রার্থীর জিএসটি রেজিস্ট্রেশন থাকতে হবে

6. এছাড়া জমি কিংবা রেন্ট এর কাগজপত্র থাকতে হবে

7. অন্যান্য

কলকাতা মেট্রোরেলে আবারও কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করতে বিস্তারিত পড়ুন -Kolkata Metro Job Recruitment

এছাড়া বিশ্লেষকদের মতে এটিএম ফ্রাঞ্চাইজি নিতে গেলে আপনাকে সিকিউরিটি ডিপোজিট এবং অপারেটিং ক্যাপিটাল হিসেবে এলাকা অনুযায়ী আলাদা আলাদা ইনভেস্টমেন্ট প্রয়োজন রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে এই ব্যবসা আরম্ভ করার পর আপনাকে কমিশনের ভিত্তিতে আয় করার সুযোগ দেওয়া হবে। আপনার এলাকায় যেভাবে ট্রানজেকশন হবে ঠিক তার ওপর ভিত্তি করে আয় করতে পারবেন।

আরও খবর পড়ুন : ক্লিক করুন 

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now