বাড়ি বসে মাসে আসবে 9,300 টাকা! পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দিচ্ছে অবিশ্বাস্য সুবিধা! কীভাবে দেখুন? -PNB Bank Investment Idea for Monthly Income

ব্যাংকের বিভিন্ন স্কিমে বিনিয়োগ করে বিভিন্ন ধরনের টাকা আয় করা যায়। এই ক্ষেত্রে বিভিন্ন মানুষের পছন্দ ভিন্ন ধরনের হয়ে থাকে। যে সকল মানুষরা ব্যাংকের মাধ্যমে প্রতি মাসে আয় পেতে চান তারা ব্যাংকের মান্থলি ইনকাম স্কিমে (Monthly Income Scheme) বিনিয়োগ করতে পারেন। এই মান্থলি ইনকাম স্কিমের একটি বড় সুবিধা হল যে এখানে বিনিয়োগ করার কোনো সীমা পরিসীমা নেই। মানুষেরা এই স্কিমে যত খুশি বিনিয়োগ করতে পারেন। আবার অপরদিকে ভালো টাকা রিটার্ন পাওয়া যায়। কোনো ব্যক্তির যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে (Punjab National) অ্যাকাউন্টটি থাকে তাহলে কিভাবে তিনি প্রতি মাসে ৯৩০০ টাকা আয় করতে পারবেন ? এবার সেই হিসাবটি আজকের এই আর্টিকেলের মাধ্যমে আলোচনা করা হবে। PNB Bank Investment Idea for Monthly Income

Pnb bank

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (Punjab National Bank) বিশেষ সুবিধা কি রয়েছে?

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মান্থলি ইনকাম স্কিম নামে আলাদা কোনো স্কিম নেই। তবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে পারেন। এই ব্যাংকের ফিক্সড ডিপোজিট এর মাধ্যমে প্রতি মাসে সুদ পাওয়া যায়। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যখন ফিক্স ডিপোজিট এর অ্যাকাউন্টটি ওপেন করা হয় তখন প্রতিমাসের সুদের বিকল্পটিকে বেছে নিতে হবে।PNB Bank Investment Idea for Monthly Income

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে সর্বনিম্ন ৭ দিন থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করা যেতে পারে। এই ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে বছরে ৩.৫০ থেকে ৭.৫০ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায়। সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ হল ১০০০ টাকা। আর বিনিয়োগের উর্ধ্বসীমা কিছু নেই। কোনো ব্যক্তি যদি প্রতি মাসে ৯৩০০ টাকা সুদ পেতে চান তাহলে তাকে ২ থেকে ৩ বছরের জন্য ফিক্সড ডিপোজিট স্কিমটিকে বেছে নিতে হবে আবার ১৫ লক্ষ টাকা এই স্কিমে বিনিয়োগ করতে হবে।PNB Bank Investment Idea for Monthly Income

একাউন্টে ঢুকবে কড়কড়ে 6000 টাকা, কেন্দ্রের এই প্রকল্পে নাম আছে তো? দেখুন বিস্তারিত – Central Government Scheme

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটি ২ থেকে ৩ বছরের জন্য ফিক্সড ডিপোজিটে সাধারণ নাগরিকদের জন্য বছরের ৭ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.৫% সুদ প্রদান করে। যদি এই স্কিমে একজন সাধারন গ্রাহক ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে তিনি প্রতি মাসে সুদ হিসেবে ৮৭০০ টাকা পাবেন। অপরদিকে প্রবীণ নাগরিকরা বার্ষিক ৭.৫% হারে প্রতি মাসে সুদ পাবেন ৯৩০০ টাকা। Written by Nupur Chattopadhyay

WhatsApp ChannelJoin Now
Telegram ChannelJoin Now
Home
Recent Posts
Scheme News
More News
× Add a menu in "WP Dashboard->Appearance->Menus" and select Display location "WP Bottom Menu"