DM অফিস থেকে বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হোস্টেলের বিভিন্ন স্টাফ পদে – WB Hostel Staff Job Recruitment

এবার বেকার যুবক যুবতীদের জন্য ফের এক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো রাজ্যের এক জেলা শাসক (DM) অফিসের তরফে। এখানে জানানো হয় বেশ কয়েক ধরনের পদে নিয়োগ দেওয়া হয়। নূন্যতম অষ্টম পাশ থেকে মাধ্যমিক কিংবা স্নাতক পাস যে কোন যোগ্যতাই আবেদন জানাতে পারবেন। ছেলে ও মেয়ে উভয়ের জন্য এক্ষেত্রে আবেদন করার সুযোগ রয়েছে। আপনি যদি আগ্রহী হয়ে থাকেন এবং আপনার উপযুক্ত যোগ্যতা থাকে তাহলে শেষ পর্যন্ত পড়বেন। নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। WB Hostel Staff Job Recruitment

dm

নিচের পদের নাম ও তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল –

1. Superintendent

বয়সসীমা: আবেদনকারীদের ন্যূনতম বয়স থাকতে হবে ১৮ বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে ৪০ বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতরা সরকারের নিয়ম অনুসারে ক্যাটাগরি অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।

যোগ্যতা : উপরোক্ত পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো শাখায় স্নাতক পাস করতে হবে।

মাসিক পারিশ্রমিক : এই পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক একত্রিত পারিশ্রমিক হিসেবে ১৫ হাজার টাকা দেওয়া হবে।

2. Matron ( Female Only)

বয়সসীমা: আবেদনকারীদের ন্যূনতম বয়স থাকতে হবে ১৮ বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে ৪০ বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতরা সরকারের নিয়ম অনুসারে ক্যাটাগরি অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।

যোগ্যতা : উপরোক্ত পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো সরকারি প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করতে হবে।

মাসিক পারিশ্রমিক : এই পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক একত্রিত পারিশ্রমিক হিসেবে ৯ হাজার টাকা দেওয়া হবে।

3.কুক

বয়সসীমা: আবেদনকারীদের ন্যূনতম বয়স থাকতে হবে ১৮ বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে ৪০ বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতরা সরকারের নিয়ম অনুসারে ক্যাটাগরি অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।

মাসিক পারিশ্রমিক : এই পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক একত্রিত পারিশ্রমিক হিসেবে ৭ হাজার টাকা দেওয়া হবে।

4. Helper

বয়সসীমা: আবেদনকারীদের ন্যূনতম বয়স থাকতে হবে ১৮ বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে ৪০ বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতরা সরকারের নিয়ম অনুসারে ক্যাটাগরি অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।

মাসিক পারিশ্রমিক : এই পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক একত্রিত পারিশ্রমিক হিসেবে ৫ হাজার টাকা দেওয়া হবে।

5. Darwan Cum Night Guard

বয়সসীমা: আবেদনকারীদের ন্যূনতম বয়স থাকতে হবে ১৮ বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে ৪০ বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতরা সরকারের নিয়ম অনুসারে ক্যাটাগরি অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।

মাসিক পারিশ্রমিক : এই পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক একত্রিত পারিশ্রমিক হিসেবে ৬ হাজার টাকা দেওয়া হবে।

6. Karmabandhu (Part Time)

বয়সসীমা: আবেদনকারীদের ন্যূনতম বয়স থাকতে হবে ১৮ বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে ৪০ বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতরা সরকারের নিয়ম অনুসারে ক্যাটাগরি অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।

মাসিক পারিশ্রমিক : এই পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক একত্রিত পারিশ্রমিক হিসেবে ৩ হাজার টাকা দেওয়া হবে।

আবেদন পদ্ধতি : যে সমস্ত আগ্রহী ও যোগ্য প্রক্রিয়া আবেদন জানাতে চাই তাদের এক্ষেত্রে অফলাইন মাধ্যমে আবেদন করার সুযোগ দেওয়া হবে। অফলাইন আবেদন করতে সর্বপ্রথম অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে ভালোভাবে দেখে নিতে হবে এরপর আবেদন পত্রটি প্রিন্ট আউট বের করে নিয়ে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। আবেদন পত্র যথাস্থানে পাসপোর্ট সাইজের ছবি বসিয়ে সঙ্গে জরুরী সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি একটি খামের ভিতরে ভরতে হবে। এরপর ওই খামের উপর স্পষ্টভাবে পদের নাম উল্লেখ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।

আবেদন করার তারিখ ও সময় : অফলাইনে আবেদনপত্র জমা করতে পারবেন ১৪ আগস্ট ২০২৪ তারিখ সকাল ১১ টা থেকে বিকেল ৫.৩০ টা পর্যন্ত। অবশ্যই ছুটির দিন বাদে অন্য সবদিনে আবেদন পত্র জমা করা যাবে। আপনি চাইলে পোস্ট অফিস মারফত আবেদনপত্র জমা করতে পারেন।

নিয়োগ প্রক্রিয়া : যে সমস্ত প্রার্থীরা সফলভাবে আবেদন জানাবেন তাদের Superintendent এবং Matron পদের জন্য লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ দিতে হবে এবং অন্য সব পদের জন্য শুধু ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদনপত্র জমা করার ঠিকানা ও নিয়োগের স্থান : 👇DM অফিস থেকে বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হোস্টেলের বিভিন্ন স্টাফ পদে - WB Hostel Staff Job Recruitment

Official Notification : Download

Application Form : Click Here

WhatsApp ChannelJoin Now
Telegram ChannelJoin Now
Home
Recent Posts
Scheme News
More News
× Add a menu in "WP Dashboard->Appearance->Menus" and select Display location "WP Bottom Menu"