কিছুদিন আগে শেষ হয়েছে লোকসভা ভোট। এই ভোটে জয়লাভ করেছে এনডিএ জোট। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই বাজেট পেশ করতে চলেছে প্রধানমন্ত্রী। গত মার্চ মাসে আংশিক সময়ের বাজেট পেশ করেছে কেন্দ্র সরকার। এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে কেন্দ্র সরকার। এই পূর্ণাঙ্গ বাজেটে কেন্দ্র সরকার ভারতবর্ষের তরুণ তরুণীদের জন্য প্রশিক্ষণ ও Skill Set তৈরির উপরে বেশি করে জোর দিয়েছে। তবে শুধু প্রশিক্ষণ নয় প্রশিক্ষণের পরে internship এর ব্যবস্থাও করবে কেন্দ্র সরকার এই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। Central Government Internship Scheme
বিভিন্ন কর্মসংস্থান তৈরির জন্য কেন্দ্র সরকার এই বারের পূর্ণাঙ্গ বাজেটে একাধিক প্রকল্পের ঘোষনা করেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করতে গিয়ে একটি প্রকল্পের ঘোষণা করেছে যেখানে বলা হয়েছে যে দেশের শীর্ষ স্থানীয় ৫০০টি সংস্থায় আগামী পাঁচ বছরের মধ্যে এক কোটি যুবককে ইন্টার্নশিপ করানো হবে। এই প্রকল্পের অধীনে থাকা একজন শিক্ষানবিশ প্রতি মাসে ৫০০০ টাকা করে পাবেন। ৫০০০ টাকার সাথে এককালীন ৬০০০ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হবে ওই যুবকদের। এই বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যা জানিয়েছেন তাহল, ‘আমাদের সরকার একটি সামগ্রিক প্রকল্প শুরু করবে। যার মাধ্য়মে যুবদের দেশের শীর্ষ ৫০০টি সংস্থায় শিক্ষানবিশির সুযোগ করে দেওয়া হবে। আগামী পাঁচ বছরে ১ কোটি যুবকদের এই সুবিধা দেওয়া হবে।’Central Government Internship Scheme
এর ফলে যা উপকার হবে- পড়াশোনা শেষ করার পরে এই যুবকরা এক বছরের মধ্যেই বাস্তব পরিস্থিতি সম্পর্কে বুঝতে পারবেন। যেমন ধরুন কিভাবে কাজ হয় ? কি কি প্রয়োজন হবে? সবটাই বোঝা যাবে বলে কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে।Central Government Internship Scheme
পোস্ট অফিস পেমেন্ট ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বেতন লক্ষাধিক, আবেদন করুন এখনই -IPPB Recruitment
কত খরচ হবে?
যুবকদের ইন্টার্নশিপ প্রসঙ্গে বাজেটে পেশ করতে গিয়ে বলা হয়েছে যে এই ট্রেনিংয়ের সমস্ত খরচ বহন করবে সংস্থাগুলি। ট্রেনিংয়ের দশ শতাংশ খরচ ওই সংস্থাগুলি বহন করবে। আর এই টাকা খরচ করা হবে CSR তহবিল থেকে। ২০১৩ সালের চালু হওয়া কোম্পানি অ্যাক্টে বলা হয়েছিল যে বিশেষ কিছু লাভজনক সংস্থাকে তাদের লাভের অংশ থেকে ২% কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি খাতে ব্যয় করতে হবে। তিন বছরের মধ্যেই এই ব্যয় করার কাজ সম্পন্ন করতে হবে। Written by Nupur Chattopadhyay
Source :https://bengali.abplive.com/business/budget/budget-2024-employment-news-internship-opportunity-500-top-companies-to-1-cr-youth-in-five-years-1084247?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR2FamVZM2ZSWklogTFkAsdcCqo7B6VyBSpdHR0O52U8Ek-91Kg7YRHBkZc_aem_PKyXUXv2FeutoJHgIu-y5w
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
Team JR write content for several years. We have well experience in content writing such as job and scheme or other educational and career update. Thank you