ভারতবর্ষের জনসাধারণের কল্যাণের জন্য কেন্দ্র সরকার ক্রমাগত বিভিন্ন স্কিম তৈরি করেছে। আর বিভিন্ন স্কিমের দ্বারা সমাজের প্রতিটি শ্রেণীর মানুষ উপকার লাভ করেছে। ভারতবর্ষের বিভিন্ন সমস্যার মধ্যে অন্যতম হল বেকারত্বের সমস্যা। আর কেন্দ্র সরকার এই বেকারত্বের হার কমানোর জন্য বিভিন্ন কাজে নিয়োগ করতে চায় ভারতবর্ষের যুবক যুবতীদের। এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য কেন্দ্র সরকার বিশেষ একটি স্কিম শুরু করেছে। আর এই স্কিমটিতে আবেদন করার পরে প্রার্থীরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ নিতে পারবে। এই প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি তারা টাকা আয় করতেও সক্ষম হবে। Central Government Job Scheme
প্রতিটি দেশের যুবসমাজ হল দেশের ভবিষ্যৎ। দেশকে উন্নতি স্তরে পৌঁছে দিতে গেলে দেশের ছেলেমেয়েদের অবশ্যই কর্মে নিয়োগ হতে হবে। আর এই ভারতবর্ষের ছেলেমেয়েদের কাজে নিয়োগ করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার। আজকে কেন্দ্র সরকারের যুব সমাজের জন্য তৈরি করা যে স্কিমটি নিয়ে আলোচনা করব তার নাম প্রাইম মিনিস্টার স্কিল ইন্ডিয়া (PM Skill India)। এই স্কিম এর মাধ্যমে প্রার্থীরা অনলাইনে প্রশিক্ষণের সাথে ৮ হাজার টাকা স্টাইপেনও পাবেন। Central Government Job Scheme
কিভাবে আবেদন করবেন (How to apply PM Skill India)
১) প্রাইম মিনিস্টার স্কিল ইন্ডিয়া (PM Skill India) স্কিমের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের প্রথমে রেজিস্ট্রেশনের কাজ সম্পূর্ণ করতে হবে।
৩) রেজিস্ট্রেশন এর কাজ হয়ে গেলে প্রাইম মিনিস্টার স্কিল ইন্ডিয়া (PM Skill India) নামে এই স্কিমের জন্য ফর্ম ফিলাপ করতে হবে।
৪) ফর্ম ফিলাপ হয়ে গেলেই গুরুত্বপূর্ণ নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথি (Important Documents)
১) আধার কার্ড।
২) ভোটার আইডি কার্ড।
৩) রেশন কার্ড।
৪) শিক্ষাগত যোগ্যতার নথি।
৫) পরিচয় শংসাপত্র।
৬) ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ।
৭) মোবাইল নম্বর।
৮) পাসপোর্ট সাইজের ছবি।
৯) ইনকাম সার্টিফিকেটের কপি।
জমি থাকলে কেন্দ্র সরকার দিচ্ছে 2 লক্ষ টাকা, এই যোজনায় নাম লেখান এখনই – Central Government Scheme
কারা কারা আবেদন করতে পারবে?
১) আবেদনকারীকে অবশ্যই ভারতবর্ষের নাগরিক হতে হবে।
২) কেবলমাত্র বেকার যুবক যুবতীরা এই স্কিমে আবেদন জানাতে পারবেন।
৩) পারিবারিক বার্ষিক আয় দু লক্ষ টাকার কম হতে হবে।
৪) প্রার্থীকে ন্যূনতম দশম শ্রেণী পাশ হতে হবে।
৫) প্রার্থীকে অবশ্যই আঞ্চলিক ভাষা এবং ইংরেজি ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
৬) প্রার্থীর কাছে কেওয়াইসি করার সমস্ত নথি থাকতে হবে।
এই স্কিমের মাধ্যমে প্রাপ্ত বিভিন্ন সুবিধাগুলি কি কি?
১) প্রার্থীরা অনলাইন এবং অফলাইন দুটির মাধ্যমেই এই স্কিমের মাধ্যমে প্রশিক্ষণ পেতে পারবেন।
২) প্রার্থীকে যে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে পরবর্তীকালে সেই বিষয়ের উপর ভিত্তি করে চাকরি পেতেও সাহায্য করা হবে।
৩) কোর্স শেষে প্রার্থীকে সার্টিফিকেট প্রদান করা হবে।
৪) এই কোর্সের সময় প্রার্থীদের আর্থিক সহায়তার জন্য আট হাজার টাকা করে প্রতি মাসে স্টাইপেন দেওয়া হবে।
৫) এই কোর্সের জন্য প্রার্থীদের কোনো অর্থ বিনিয়োগ করতে হবে না। Written by Nupur Chattopadhyay
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
I writing content for several years. I write content related to job,scheme,business and educational related update. Please forgive me for any typing mistake or others.