আপনি কি ব্যাংকে চাকরি করতে আগ্রহী? আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে এই ব্যাংকে ক্লার্ক পদে কর্মী নিয়োগ হতে চলেছে। প্রায় 1284 টি পদে নিয়োগ করা হবে। কর্মী নিয়োগ করা হবে IBPS পরীক্ষার মাধ্যমে। কিভাবে এই পরীক্ষার জন্য আবেদন করা যাবে? কারা কারা আবেদন করতে পারবেন? প্রভৃতি জানার জন্য আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন। Bank Of India Job Recruitment
পদের নাম– ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্লার্ক পদে প্রার্থী নিয়োগ করা হবে।
শূন্য পদের সংখ্যা- ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় প্রায় 1284 টি শূন্য পদে ক্লার্ক নিয়োগ করা হবে।
যোগ্যতা– 1) প্রার্থীদের অবশ্যই ভারতবর্ষের বাসিন্দা হতে হবে।
2) এই আই বি পি এস IBPS পরীক্ষায বসতে হলে প্রার্থীদের যেকোনো সরকারি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী পাস হতে হবে।
3)কম্পিউটারে কাজ করার জ্ঞান থাকা বাধ্যতামূলক।
বয়সসীমা- এই চাকরির ক্ষেত্রে প্রার্থীদের বয়স 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে।
রাজ্যভিত্তিক শূন্য পদের সংখ্যা-অন্ধ্র প্রদেশ -05,আসাম-01,বিহার -16, চণ্ডীগড়-06,দিল্লী-03, গোয়া-03, গুজরাট-25, হরিয়ানা-06, ঝাড়খণ্ড-34,কর্ণাটক-05, কেরালা-07, মধ্য প্রদেশ-34, মহারাষ্ট্র-106,ওড়িশা-05, পাঞ্জাব-08,রাজস্থান-04,তামিলনাড়ু-16,তেলেঙ্গানা-03,উত্তর প্রদেশ-25, উত্তরাখণ্ড-01,পশ্চিমবঙ্গ-17,
নিয়োগ প্রক্রিয়া– আই বি পি এস পরীক্ষার জন্য প্রার্থীদের দুটি পরীক্ষা দিতে হয় প্রিলিমিনারি এবং মেইন।
আবেদন ফি –
IBPS পরীক্ষার জন্য সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের/ OBC / EWS: জমা করতে হবে 750/-টাকা অপরদিকে
SC/ST:দের দিতে হবে 450/-টাকা।
পেমেন্ট:– ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ই চালান, ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করা যাবে।
আবেদন পদ্ধতি-1) এই ibps পরীক্ষার জন্য প্রার্থীদের কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা দিতে হবে।
2) আবেদনপত্র জমা দিতে গেলে প্রথমে প্রার্থীদের ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে ফর্মটি নির্ভুলভাবে পূরণ করে পরীক্ষার ফি পেমেন্ট করে সাবমিট করে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট- আধার কার্ড বা ভোটার কার্ডের কপি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি, শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট এবং সার্টিফিকেটের কপি, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজন হবে জাতিগত শংসাপত্রের কপি।
গুরুত্বপূর্ণ তারিখ:
বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 30 জুন 2024
অনলাইন রেজিস্ট্রেশন এবং আবেদনের সময়কাল :1 জুলাই 2024- 21 জুলাই 2024।
আবেদন ফি প্রদান :1লা জুলাই 2024 – 21 জুলাই 2024
পরীক্ষার কল লেটার ডাউনলোড করতে পারবেন আগস্ট 2024 থেকে।
নিয়োগের জন্য প্রিলিমিনারি পরীক্ষা হবে আগস্ট 2024।
প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ঘোষিত হবে চলতি বছর অর্থাৎ 2024 সালের সেপ্টেম্বর মাসে।
প্রধান পরীক্ষার কল লেটার ডাউনলোড করা যাবে 2024 এর সেপ্টেম্বর/অক্টোবর 2024
আইবিপিএস ক্লার্ক প্রধান পরীক্ষা নেওয়া হবে অক্টোবর 2024।
Official Website : Click Here
Official Notification : Download