রাজ্যে অবশেষে গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এক্ষুনি আবেদন করে ফেলুন -WB Govt Job Recruitment

চাকরির প্রার্থীদের জন্য রয়েছে আবারও একটি সুখবর। যারা এতদিন ধরে সরকারি চাকরির অপেক্ষায় ছিলেন তাদের সামনে রয়েছে সুবর্ণ সুযোগ। সম্প্রতি রাজ্যের এক জেলার স্কুলে কিছু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই চাকরির আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো যে এখানে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। কেবলমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ হবে। আগামী ২৩ ও ২৯ শে জুলাই ইন্টারভিউ টি অনুষ্ঠিত হবে। তবে এবার প্রশ্ন হল কোন কোন পদে নিয়োগ হতে চলেছে? কারা কারা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন? এই প্রশ্নের উত্তর জানার জন্য আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। WB Govt Job Recruitment

India post job recruitment

পদের নাম– রাজ্যের সংশ্লিষ্ট সরকারি স্কুলে গেস্ট টিচার, গ্রুপ ডি এবং সিকিউরিটি গার্ড পদে কর্মী নিয়োগ হতে চলেছে।

শূন্য পদের সংখ্যা– সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে মোট কর্মী নিয়োগের সংখ্যা রয়েছে ৬ টি।

বেতন– যে প্রার্থীরা গেস্ট টিচার, সিকিউরিটি গার্ড এবং গ্রুপ ডি কর্মী হিসেবে নিয়োগ পাবেন তাদের গর্ভমেন্টের নিয়ম অনুসারে (WB Govt Rule) প্রতি মাসে বেতন দেওয়া হবে।

যোগ্যতা– ১)এই চাকরির জন্য আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে।

২) প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৩) প্রার্থীদের পূর্বের চাকরি শেষ হতে হবে ১/০৬/২০২৪ এর আগে।

বয়স-এই কাজের জন্য আবেদন করতে গেলে প্রার্থীদের অনূর্ধ্ব ৬৪ বছর বয়স হতে হবে।

আবেদন পদ্ধতি– এই চাকরির জন্য প্রার্থীদের অফলাইন বা অনলাইন কোনভাবেই আবেদন করতে হবে না ইন্টারভিউয়ের দিন অ্যাপ্লিকেশন টি এবং প্রয়োজনীয় ডকুমেন্টস সাথে করে নিয়ে আসলেই হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট– ১)ভোটার কার্ড বা আধার কার্ডের কপি ২) মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি ৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও রেজাল্ট এর কপি ৪) এক্সপেরিয়েন্স সার্টিফিকেট এর কপি ৫) দু কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি।

সিলেকশন পদ্ধতি– এক্ষেত্রে প্রার্থী বাছাই করার জন্য কোনো লিখিত পরীক্ষার ব্যবস্থা নেই। কেবলমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

নিয়োগের স্থান : বীরভূম জেলার একটি স্কুলে এই সমস্ত শূন্যপদ গুলি পূরণ করা হবে।

রাজ্যে সুপারভাইজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, শুধু ইন্টারভিউ দিয়ে চাকরি -WB Supervisor Job Recruitment

ইন্টারভিউ এর স্থান : The office chamber of SDO, Suri sadar, Prashasanik Bhavan, 1st Floor, Suri, Birbhum, Pin- 731101। । আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

দীর্ঘ অপেক্ষার অবসান, মাধ্যমিক পাশে বিপুল নিয়োগ ডাক বিভাগ, কীভাবে আবেদন? দেখুন -India Post Job Recruitment

গুরুত্বপূর্ণ তারিখ– এই চাকরির জন্য ইন্টারভিউ হবে ২৩ শে জুলাই এবং ২৯ শে জুলাই ২০২৪ এর সকাল ১১.৩০ ।

Written by Nupur Chattopadhyay

Official Notification : Download

WhatsApp ChannelJoin Now
Telegram ChannelJoin Now
Home
Recent Posts
Scheme News
More News
× Add a menu in "WP Dashboard->Appearance->Menus" and select Display location "WP Bottom Menu"