কলকাতা মেট্রো রেলের ফেল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশেষ যোগ্যতার অধিকারী এমন যোগ্যতার নিরিখে চাকরিপ্রার্থীদের সংশ্লিষ্ট পদে নিযুক্ত দিবে কলকাতা মেট্রো রেল। যে সমস্ত আগ্রহী প্রার্থীরা নিয়োগের ক্ষেত্রে উপযুক্ত যোগ্যতা রাখে এবং আবেদন করতে আগ্রহী হবে তারা শেষ পর্যন্ত করবেন। নিচে আবেদন পদ্ধতি, যোগ্যতা, বয়স, নিয়োগ প্রক্রিয়া ও অন্যান্য বিস্তারিত আলোচনা করা হলো। Kolkata Metro Job Recruitment
প্রথমে আসা যাক আবেদন পদ্ধতির সম্পর্কে : কলকাতা মেট্রো ডেয়ার এর বর্তমান নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত চাকরিপ্রার্থী গ্রহণ আবেদন জানাতে আগ্রহী হবেন এবং উপযুক্ত যোগ্যতা থাকবে তারা এ ক্ষেত্রে মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারবেন। অফলাইন আবেদন পত্র পেতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা নিচের দেওয়া অফিশিয়াল নোটিশ ডাউনলোড লিংক থেকে আবেদন পত্রটি প্রিন্ট আউট বের করে নিতে পারবেন। এরপর ওই আবেদন পত্রটি ঠিকঠাক ভাবে পূরণ করে সঙ্গে জরুরী সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি দিয়ে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে পারেন।
আবেদন করার ঠিকানা : General Manager/ Administration & HR, Kolkata Metro Rail Corporation Limited, KMRCL Bhawan, HRBC Office Compound, Munshi Premchand Sarani, Kolkata – 700021
আবেদন মূল্য : কলকাতা মেট্রো রেলের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের যোগ্য প্রার্থীকে কোন আবেদন মূল্য জমা করতে হবে না।
বাছাই প্রক্রিয়া : যে সমস্ত যোগ্য প্রার্থীরা সফলভাবে আবেদন জানাবেন তাদের মধ্য থেকে যোগ্যতার নিরিখে ও ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।
পদের নাম : অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার
বয়সসীমা : আগ্রহী ও যোগ্য প্রার্থীগণ আবেদন জানাতে পারবেন সর্বাধিক ৬০ বছর বয়স পর্যন্ত। বয়স গননা করা হবে ১ জুন ২০২৪ তারিখ অনুযায়ী।
TATA দিচ্ছে মাসে ইনকাম করার সুযোগ, হাত মেলালেই মালামাল -TATA Income Scheme
যোগ্যতা : উপরোক্ত পদে আবেদন করতে প্রার্থীর বিশেষ যোগ্যতার প্রয়োজন রয়েছে। নিচে যোগ্যতা সম্পর্কে স্ক্রিনশট দেওয়া হল –
মাইনে ২৮ হাজার টাকা, মেডিকেল কলেজে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, তড়িঘড়ি আবেদন করে ফেলুন
আবেদন করার শেষ তারিখ : ২ জুলাই ২০২৪ পর্যন্ত আবেদন জানাতে পারবেন।
অফিসিয়াল নোটিশ : ডাউনলোড
I writing content for several years. I write content related to job,scheme,business and educational related update. Please forgive me for any typing mistake or others.