বর্তমান সময়ে সকলের কাছে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বেকারত্বের সমস্যা। ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই উচ্চশিক্ষা অর্জন করার পরে সেই তুলনায় তারা চাকরি পাচ্ছে না। যে সকল প্রার্থীরা চাকরির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য রয়েছে এক বিরাট সুখবর। মালদা মেডিকেল কলেজে ICMR-PM-ABHM স্কিমে বেশকিছু কর্মী নিয়োগ হতে চলেছে। কোন কোন পদে নিয়োগ হতে চলেছে? কিভাবে আবেদন করা যাবে? যোগ্যতা কি থাকা বাঞ্ছনীয়? প্রভৃতি প্রশ্নের উত্তর পেতে আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।
পদের নাম- মালদা মেডিকেল কলেজে ICMR-PM-ABHM স্কিমে প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্টের পদে নিয়োগ হতে চলেছে।
শূন্যপদের সংখ্যা– বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্টের জন্য দুটি শূন্য পদের সংখ্যা রয়েছে।
যোগ্যতা– বিএসসি নার্সিং/ মাইক্রোবায়োলজি নিয়ে যারা গ্র্যাজুয়েশন পাস করেছেন / যারা মাইক্রোবায়োলজি নিয়ে মাস্টার ডিগ্রি বা পাবলিক হেলথ বিষয়ের উপর মাস্টার ডিগ্রী অর্জন করেছেন তাদের যদি তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্টের পদের চাকরির জন্য আবেদন জানাতে পারেন। এছাড়াও প্রার্থীদের কম্পিউটারের বেশিকজ্ঞান এবং লার্নিং সফটওয়্যার চালানোর দক্ষতা থাকতে হবে। মাইক্রোসফট অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। এর পাশাপাশি প্রার্থীদের আঞ্চলিক ভাষায় কথা বলার জ্ঞানও থাকতে হবে।
বয়সসীমা– যারা এই পদে আবেদন জানাতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। বয়সের হিসাব করা হবে ১.১.২০২৪ অনুযায়ী।
বেতন-এই পদে জন্য যারা নির্বাচিত হবেন তারা প্রতি মাসে ২৮ হাজার টাকা মাইনে পাবেন।
আবেদন পদ্ধতি-এই পদের জন্য আবেদন করতে যে প্রার্থীরা ইচ্ছুক তারা নিজেদের সিভি ডকুমেন্ট সহ পাঠাবেন এই ঠিকানায় Malda Medical College & Hospital. Singatala Uma Roy Sarani, Malda West Bengal 732101।
নিয়োগ পদ্ধতি- সিভি জমা পরা প্রার্থীদের মধ্যে থেকে প্রথমে শর্টলিস্ট করে রিটেন টেস্ট এর জন্য ডাকা হবে। যে প্রার্থীরা রিটেন টেস্টে পাস করবেন তাদের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউতে পাস করতে পারলেই প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পদের জন্য নিয়োগ করা হবে।
আবেদন শেষ তারিখ-এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ১৯ শে জুন ২০২৪ এ। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার ১৫ দিনের মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার কাজ সম্পন্ন করতে হবে।
WB Health Job Recruitment :Notice Download
I writing content for several years. I write content related to job,scheme,business and educational related update. Please forgive me for any typing mistake or others.