সম্প্রতি কলকাতায় সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট-জন্য বেশ কিছু কর্মী নিয়োগ হতে চলেছে। বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে ক্যাম্পাস ডাইরেক্টর, ডেপুটি রেজিস্টার, প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, এছাড়াও আরো বেশ কিছু ক্যাটাগরিতে নিয়োগ হতে চলেছে। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। তবে কিভাবে আবেদন করতে হবে? যোগ্যতা কি প্রয়োজন? এই সকল প্রশ্নের উত্তর পেতে আর্টিকেলটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে পড়ুন। Kolkata SRFTI Job Recruitment
পদের নাম– সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে একাধিক পদে নিয়োগ হবে। নিয়োগ করা হবে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, ক্যাম্পাস ডাইরেক্টর, ডেপুটি রেজিস্টার, আপার ডিভিশন ক্লার্ক, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রভৃতি পদে।
শূন্যপদের সংখ্যা– বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে যে এই মুহূর্তে ৫৮ টি শূন্য পদে নিয়োগ হতে চলেছে।
যোগ্যতা– বিজ্ঞপ্তিটিতে বিভিন্ন ক্যাটাগরির পদের জন্য বিভিন্ন ধরনের যোগ্যতা চাওয়া হয়েছে। মাধ্যমিক পাস থেকে গ্রাজুয়েট ডিগ্রিধারী প্রার্থীরা এই বিভিন্ন পদগুলির জন্য আবেদন জানাতে পারবেন। তবে প্রতিটি পদের জন্যই প্রার্থীদের পূর্বের কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
বয়সসীমা– যে প্রার্থী রা এই চাকরির জন্য আবেদন করতে চান তাদের বয়স ৬৩ বছর এর বেশি হওয়া চলবে না।
বেতন– সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে যে প্রার্থীরা চাকরির জন্য নির্বাচিত হবেন তারা প্রতি মাসে ২৯,৯৭০- ১১৩০৪৩ টাকা আয় করতে পারবেন।
আবেদন পদ্ধতি– ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে শুধুমাত্র গুগল ফার্মে। https://forms.gle/L2gLyoeo8FUmZjQf6 এই লিংকে ক্লিক করলে আপনার সামনে একটি পেজ ওপেন হবে। সেখানেই নিজের সমস্ত তথ্য ইনপুট করে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে সাবমিট করলেই আবেদনপত্র জমা দেওয়া সম্পূর্ণ হয়ে যাবে।
নিয়োগ পদ্ধতি– এপ্লিকেশন জমা পড়ার পরে প্রার্থীদের একটি তালিকা তৈরি করে ট্রেড টেস্ট বা পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ওই পরীক্ষায় সফল হতে পারলেই প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন ফী-জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য পরীক্ষার ফিজ হিসেবে ধার্য করা হয়েছে ১২০০ টাকা। এসবিআই এর মাধ্যমে পরীক্ষার ফিজ জমা দেওয়া যাবে। তবে ফর্ম সাবমিট করার সময় ফিজ জমা দেওয়া বাঞ্ছনীয়। SC, ST, মহিলা প্রার্থীদের জন্য কোনো পরীক্ষার ফিজ লাগবে না।
আবেদন শেষ তারিখ– অনলাইনের মাধ্যমে আবেদন জমা করা যাবে ২৮ শেষ জুন ২০২৪ এর বিকেল পাঁচটা পর্যন্ত।
অফিসিয়াল নোটিশ : ডাউনলোড
I writing content for several years. I write content related to job,scheme,business and educational related update. Please forgive me for any typing mistake or others.