ফের রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, শুধু একটা বা দুটা নয়, একত্রে 16 আলাদা আলাদা ধরনের পদে নিয়োগ করা হবে। রাজ্যের 23 জেলা থেকে বেকার যুবক-যুবতীরা যোগ্যতার নিরিখে আবেদন জানাতে পারবেন। আসুন তাহলে রাজ্য স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে নিচে যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে ধাপে ধাপে আলোচনা করি।WB Health Job Recruitment
নোটিফিকেশন নং : DH&FW/COB/2558
নিচে পদের নাম গুলি উল্লেখ করা হলো :
1. কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট
2. ফুল টাইম মেডিকেল অফিসার
3. পার্ট টাইম মেডিকেল অফিসার
4. জেনারেল ডিউটি মেডিকেল অফিসার
5. মাল্টি রিহ্যাবিলিটেশন অফিসার
6. অফথালমিক অ্যাসিস্ট্যান্ট
7. ক্লিনিকাল সাইকোলজিস্ট
8.সাইকারট্রিক নার্স
9. সাইকাট্রিক সোশ্যাল ওয়ার্কার
10. টেকনিক্যাল সুপারভাইজার
11. ল্যাবরেটরি টেকনিশিয়ান
12. স্পেশালিস্ট (মেডিসিন)
13. স্পেশালিস্ট( পেডিয়াট্রিক)
14. স্পেশালিস্ট (অফথালমোলজিস্ট)
15. কাউন্সিলর
16. মেডিকেল অফিসার
যোগ্যতা : উপরোক্ত 16 ধরনের পদে আবেদন করতে চাকরিপ্রার্থীদের আলাদা আলাদা যোগ্যতা থাকতে হবে। এক্ষেত্রে উচ্চমাধ্যমিক, সাইন্স, গ্রাজুয়েট, ডিপ্লোমা, ডিগ্রি, এমবিবিএস, কাজের অভিজ্ঞতা অন্যান্য যোগ্যতা থাকলে আবেদন জানাতে পারবেন। তবে আবেদন করার পূর্বে অবশ্যই যে পদের জন্য আবেদন জানাবেন সেই পদের যোগ্যতা সম্পর্কে অফিসিয়াল নোটিশ থেকে সবিস্তারে জেনে নিবেন।
বয়স সীমা : আবেদনকারীদের বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা বয়সসীমা থাকতে হবে। তবে ক্ষেত্রে বেশিরভাগ পদের জন্য সর্বাধিক 40 বছর বয়স থাকতেই হবে এবং কিছু কিছু পদের জন্য সর্বাধিক 63 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করার পূর্বে অবশ্যই বয়স সম্পর্কে পদ অনুযায়ী দেখে নিবেন।
আবেদন পদ্ধতি : চাকরিপ্রার্থীরা উপরোক্ত পদগুলিতে আবেদন করার যোগ্যতা রাখে, তাদের এক্ষেত্রে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে স্বাস্থ্য দপ্তরে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে মাধ্যমে ফরম ফিলাপ করতে হবে। এরপর ওই অনলাইন আবেদন ফরমটি প্রিন্ট আউট বের করে নিয়ে সেলফ এটাস্টেট করে স্বাস্থ্য দপ্তরের নিদিষ্ট ঠিকানায় অফলাইন মাধ্যমে জমা করতে হবে। মনে রাখতে হবে ওই প্রিন্ট আউট কপির সঙ্গে আবেদন ফির ডিমান্ড ড্রাফট কপিও জমা করতে হবে।
আবেদন ফি : এক্ষেত্রে অসংরক্ষিত চাকরি প্রার্থীদের জন্য আবেদন ফি 100 টাকা এবং সংরক্ষিতদের জন্য 50 টাকা নির্দিষ্ট ঠিকানায় ডিমান্ড ড্রাফ্ট করে জমা করতে হবে। ডিমান্ড ড্রাফ্ট কাটার ঠিকানা “FWS NON NHM MOTHER A/C COOCH BEHAR”
অফলাইন আবেদন পত্র জমা করার ঠিকানা : CMOH & Secretary, Dist. Health & Family welfare Samiti, Cooch Behar, Lalbag, Debibari Road, Cooch Behar
আবেদন করার শেষ তারিখ : 24 জুন 2024 তারিখ পর্যন্ত আবেদনপত্র অফলাইন মাধ্যমে জমা করতে পারবেন।
Official Notification Download wb health job recruitment