রাজ্যে ফ্রী প্রশিক্ষণ ও সঙ্গে মাসে মাসে 8500 টাকা, এক্ষুনি আবেদন করুন – SCVTWB Apprentice Training 2024

SCVTWB Apprentice Training 2024: আপনি কী পশ্চিমবঙ্গের বাসিন্দা? আপনি এখনো পর্যন্ত বেকার? তাহলের এবার আপনার জন্য রয়েছে দারুণ সুসংবাদ। রাজ্যের বেকারদের জন্য এমন এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যার মাধ্যমে আপনাকে সরাসরি সরকারের তরফে প্রশিক্ষণ দেওয়া হবে। শুধু তাই নয়, ট্রেনিং চলাকালীন মাসে মাসে স্টাইপেন্ডও দেওয়া হবে। রাজ্যের বেকারদের অবশেষে বিরাট সিদ্ধান্ত। যারা আগ্রহী হবেন তারা শেষ পর্যন্ত পড়বেন। নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হবে। SCVTWB Apprentice Training 2024 

scvtwb apprentice training

পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য এই সুযোগ কীভাবে পাবেন? কীভাবেই বা আবেদন করবেন? কীভাবে প্রশিক্ষণ দেওয়া হবে? কারা আবেদন করতে পারবেন? কী যোগ্যতা লাগবে? কতই বা স্টাইপেন্ড দেওয়া হবে? আসুন তাহলে আজকে সংশ্লিষ্ট প্রশিক্ষণ সম্পর্কে আরও বিস্তারিত জানবো। আসুন তাহলে শুরু করা যাক।SCVTWB Apprentice Training 2024 

 

 

কী পদে প্রশিক্ষণ দেওয়া হবে : ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্য জুড়ে অ্যাপ্রেন্টিস হিসেবে প্রশিক্ষণ দেওয়া হবে।

 

কারা আবেদন জানাতে পারবেন : এক্ষেত্রে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে। অর্থাৎ রাজ্যের বাসিন্দা হলে এক্ষেত্রে আবেদন করতে পারবেন।

যোগ্যতা : এক্ষেত্রে আবেদন করতে নিদিষ্ট কোনো যোগ্যতার উল্লেখ না থাকলেও এক্ষেত্রে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে সুযোগ দেওয়া হবে। এছাড়াও বয়স থাকতে হবে নূন্যতম 18 বছর বা তার বেশি।

কত টাকা স্টাইপেন্ড দেওয়া হবে : যে সকল প্রার্থীরা সংশ্লিষ্ট প্রশিক্ষণের জন্য নিযুক্ত হবেন তাদের মাসিক স্টাইপেন্ড হিসেবে 8500 টাকা দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন এই স্টাইপেন্ড দেওয়া হবে। রাজ্য সরকারের তরফে দেওয়া 2500 কিংবা 1500 টাকা এবং এর পরিমান আলাদা হবে যথাক্রমে রাজ্যের বাইরে থাকলে ও রাজ্যের মধ্যে থাকলে। 6000 টাকা দেওয়া হবে সংশ্লিষ্ট সংস্থার তরফে।SCVTWB Apprentice Training 2024 

 

ট্রেনিং শেষে সার্টিফিকেট : এই ট্রেনিং শেষে প্রার্থীদের আইটিআই এর সমতুল্য একটি সার্টিফিকেট দেওয়া হবে যার মাধ্যমে পরবর্তীতে পছন্দ মতো বিভিন্ন সংস্থায় চাকরির আবেদন করতে পারবেন।

 

আবেদন পদ্ধতি : যে সকল প্রার্থীরা সংশ্লিষ্ট প্রশিক্ষণের জন্য আবেদন জানাতে আগ্রহী হবে তাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। প্রথমে রাজ্য ভোকেশনাল প্রশিক্ষণ এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং সংশ্লিষ্ট আবেদন লিঙ্কে ক্লিক করতে হবে।

1. এরপর অ্যাপ্রেন্টিস অপশনে ক্লিক করে রেজিষ্ট্রেশন করতে হবে

2. রেজিষ্ট্রেশন করার পর লগইন করে পুরো ফর্ম ফিলাপ করতে হবে

3. এরপর যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে

 

আবেদন মূল্য : এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে গেলে কোনো আবেদন মূল্য জমা করতে হবে না। বিনামূল্যে আবেদন করতে পারবেন।

 

* এই প্রতিবেদনে কেবল সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। এক্ষেত্রে আবেদন করার পূর্বে আরও বিস্তারিত জানতে নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড 

অফিসিয়াল ওয়েবসাইট : ক্লিক করুন 

Team JR
Team JR

Team JR write content for several years. We have well experience in content writing such as job and scheme or other educational and career update. Thank you