শুধু উচ্চ মাধ্যমিক পাশে এয়ারপোর্টে বিপুল স্টাফ পদে চাকরি, কোনো অভিজ্ঞতা ছাড়াই -Airport Staff Recruitment 2024

চাকরিপ্রার্থীদের জন্য ফের দারুন সুসংবাদ। শুধু উচ্চমাধ্যমিক যোগ্যতাই এবার এয়ারপোর্টে চাকরি করার দারুন সুযোগ আপনার হাতে। আপনি ছেলে হন কিংবা মেয়ে উভয়ের জন্যই এই সুযোগ দেওয়া হচ্ছে। যদি আপনি চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন কেননা নিচে শূন্যপদ ও তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। নিচে শূন্যপদ, যোগ্যতা ও বয়স এবং আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। Airport Staff Recruitment 2024

airport Staff recruitment 2024

নোটিশ নং : 07/IGIAS/2024/CSA

পদের নাম : এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফ পদে নিয়োগ করা হবে

শূন্যপদ সংখ্যা : 1074 টি শূন্যপদে নিয়োগ করা হবে।

যোগ্যতা সমূহ : 

1. প্রার্থীদের আবেদন করতে এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে

2. যারা উচ্চমাধ্যমিক পাশ করেছেন কিংবা এখনো যারা উচ্চ মাধ্যমিক পাস করেননি অর্থাৎ উচ্চমাধ্যমিকে পড়াশোনা করে তারাও আবেদন করতে পারবেন।

3. ছেলে ও মেয়ে উভয় প্রার্থী এক্ষেত্রে আবেদন জানাতে পারবেন

4. প্রার্থীদের কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই

বয়সসীমা : যে সমস্ত চাকরিপ্রার্থীর আবেদন জানাতে চাই তাদের এক্ষেত্রে বয়স থাকতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে 30 বছরের মধ্যে।

মাসিক বেতন : উপরোক্ত পদগুলোতে আবেদন করতে প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে, নূন্যতম 25 হাজার এবং সর্বাধিক 35 হাজার টাকা।

বাছাই প্রক্রিয়া : যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে সকল ভাবে আবেদন জানাবেন এবং যোগ্য হবেন, তাদের এক্ষেত্রে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে। লিখিত পরীক্ষা নেওয়া হবে 100 নম্বরের মাধ্যমে এবং তারপর সফল হলে ইন্টারভিউ দিয়ে নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত করা হবে।

পরীক্ষা কেন্দ্র : এক্ষেত্রে সারা দেশের পরীক্ষা নেওয়া হবে তবে পশ্চিমবঙ্গের কলকাতা ও শিলিগুড়িতে পরীক্ষা কেন্দ্র দেওয়া হবে।

আবেদন পদ্ধতি :যে সমস্ত চাকরিপ্রার্থীরা এয়ারপোর্টের গ্রাউন্ড স্টাফ পদের জন্য আবেদন জানাতে চাই, তাদের এক্ষেত্রে অনলাইন মাধ্যমে ফরম পূরণ করতে হবে। অনলাইন আবেদন করতে সর্বপ্রথম অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং এরপর সমস্ত জরুরি তথ্য দিয়ে আবেদন পত্র টি পূরণ করতে হবে। আবেদন চলাকালীন অবশ্যই জরুরি ডকুমেন্টস স্ক্যান করে রাখতে হবে এবং তার নির্দেশ মতো আপলোডও করতে হবে। এরপর একবার যাচাই করে নিয়ে আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট করে নিতে হবে। সবশেষে আবেদন ফরমটি প্রিন্ট আউট বের করে রাখতে পারেন।

 

আবেদন ফি  :যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই, তাদের এক্ষেত্রে অনলাইনে মাধ্যমে আবেদন ফি হিসেবে 350 টাকা জমা করতে হবে।

আবেদন করার শেষ তারিখ : অনলাইনে আবেদন করতে পারবেন 22 মে পর্যন্ত।

আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশটি ভালোভাবে পড়ে নিবেন, নিচে তার ডাউনলোড লিংক দেওয়া হল

Official Notice : Download 

Online Application : Download 

 

Telegram Channel Join Now
WhatsApp Group Join Now
JR Team
JR Team

I write content for several years. I have well experience in job related content writing. Besides I write Government update related content such as Government announced, Schemes and Education related many content.