অষ্টম পাশ হলে মাসে মাসে পাবেন 16 হাজার, আবেদন করতে এখনই পড়ুন -Bank Job Recruitment 2024

বেকার যুবক যুবতীদের জন্য ফের একবার দারুণ সুসংবাদ। আপনি কী অষ্টম পাশ? যদি হ্যা! তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুসংবাদ। এবার মাস গেলে পেতে পারেন 16 হাজার টাকা। এবার অষ্টম পাশে এমন এক চাকরির খবর নিয়ে হাজির হয়েছি যেখানে ছেলে ও মেয়ে উভয়কে সুযোগ দেওয়া হচ্ছে। অষ্টম পাশে ব্যাংকে চাকরি করার সুযোগও থাকছে আপনার হাতে। আসুন তাহলে দেরি না করে সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। Bank Job Recruitment 2024

Bank Job Recruitment 2024

নোটিশ নং : 065/2024

পদের নাম : (অফিস অ্যাটেন্ডেন্ট) Office Attendant

শূন্যপদ : শতাধিক

শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, উপরোক্ত পদে চাকরি পেতে হলে অবশ্যই স্বীকৃত বিদ্যালয় থেকে কমপক্ষে অষ্টম পাশ করতে হবে।

বয়সসীমা : যারা উপরোক্ত পদে আবেদন করতে চাইবে তাদের বয়স থাকতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে 40 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। Bank Job Recruitment 2024

মাসিক বেতন : যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট পদে নিযুক্ত হবেন তাদের মাসিক বেতন দেওয়া হবে 16 হাজার  থেকে 44 হাজার টাকা।

আবেদন পদ্ধতি : যে সমস্ত চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তাদের এক্ষেত্রে রাজ্য কো অপারেটিভ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর সংশ্লিষ্ট আবেদন লিঙ্কে করে আবেদন প্রক্রিয়া আরম্ভ করতে হবে।

1. সর্বপ্রথমে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে

2. এরপর রেজিষ্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে পুরো ফর্ম ফিলাপ করতে হবে।

3. জরুরি সমস্ত তথ্য নির্ভূল ভাবে পূরণ করতে হবে

4. আবেদন চলাকালীন প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে রাখতে হবে এবং নির্দেশ মতো আপলোড করতে হবে

5. সবশেষে একবার যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে

নিয়োগ প্রক্রিয়া : যারা যোগ্য ও সফলভাবে আবেদন জানাবেন তাদের এক্ষেত্রে নিয়োগ করা হবে সংশ্লিষ্ট সিলেকশন কমিটির নিদিষ্ট প্রক্রিয়া অবলম্বন করে। বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

আবেদন করার শেষ তারিখ : অনলাইনে আবেদন করতে পারবেন 15 মে 2024 পর্যন্ত।

আরও পড়ুন : কলকাতা মেট্রোরেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আবেদন করতে বিস্তারিত পড়ুন -Kolkata Metro Railway Job Recruitment

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন –

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড 

Telegram Channel Join Now
WhatsApp Group Join Now

Leave a Comment

Home
Recent Posts
Scheme News
More News
× Add a menu in "WP Dashboard->Appearance->Menus" and select Display location "WP Bottom Menu"