রাজ্যের বেকার যুবক ছেলে মেয়েদের জন্য ফের দারুণ সুসংবাদ। একদিকে SSC-র চাকরি বাতিল অন্যদিকে স্কুলে চাকরির দারুণ সুযোগ। এবার সরকারি স্কুল গুলিতে নতুন করে প্রায় 14,00 শূন্যপদে স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, গ্রুপ সি ও গ্রুপ ডি উভয় লেভেলের পদে নিয়োগ করা হবে। দেশের নাগরিক হলে আবেদন করা যাবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী। আসুন তাহলে আজকে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। Government School Staff Recruitment
নিচে শূন্যপদ ও তার সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে :
1.স্টাফ নার্স
2. অ্যাসিস্টেন্ট সেকশন অফিসার
3. অডিট অ্যাসিস্টেন্ট
4. জুনিয়র ট্র্যানলেশন অফিসার
5. লিগাল অ্যাসিস্টেন্ট
6. স্টেনোগ্রাফার
7. কম্পিউটার অপারেটর
8. ক্যাটারিং সুপারভাইজার
9. জুনিয়র সেক্রেটারিয়ান অ্যাসিস্টেন্ট
10. ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার
11. ল্যাব এটেন্ডেন্ট
12. মেস হেল্পার
13. মাল্টি টাস্কিং স্টাফ
সর্বমোট শূন্যপদ : 1377 টি
শিক্ষাগত যোগ্যতা : যে সমস্ত চাকরি প্রার্থীরা উপরোক্ত পদগুলিতে আবেদন জানাতে চাই, তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে। এছাড়াও উচ্চ মাধ্যমিক পাস কিংবা গ্রাজুয়েট পাশ করে থাকলে বিভিন্ন পদে আবেদন করা যাবে। প্রত্যেক পদ সম্পর্কে শিক্ষাগত যোগ্যতা জানতে অফিশিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।
বয়স সীমা : যে সমস্ত চাকরী প্রার্থীরা উপরোক্ত পদগুলোতে আবেদন জানাতে চাই, তাদের বয়স থাকতে হবে সর্বনিম্ন ১৮ বছর। তবে সর্বাধিক বয়স প্রত্যেক পদের জন্য আলাদা আলাদা। বেশিরভাগ পদের জন্য বয়স সর্বাধিক ৩০ বছর, এছাড়া সর্বাধিক ৩৫ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি সংরক্ষিতদের জন্য সরকারের নিয়ম অনুসারে বয়সের উর্ধ্বসীমার অতিরিক্ত ছাড় দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া : যে সমস্ত চাকরির প্রার্থীর উপরোক্ত পদ্ধতিতে আবেদন জানাতে চাই তাদের এক্ষেত্রে নিয়োগ করা হবে বেশ কয়েকটি প্রক্রিয়া অবলম্বন করে। প্রথমত প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এরপর সফল হলে ইন্টারভিউ বা কিছু কিছু পদের জন্য স্কিল টেস্ট নেওয়া হবে। সবশেষে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি : আগ্রহী ও যোগ্য চাকরিপ্রার্থীদের এক্ষেত্রে আবেদন জানাতে হবে অনলাইন মাধ্যমে একটি আবেদন করতে করে।
1. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং সংশ্লিষ্ট আবেদন লিংকে ক্লিক করতে হবে
2. এরপর সর্বপ্রথম প্রার্থীকে রেজিস্ট্রেশন করে নিতে হবে
3. রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর লগইন করে পুরো ফর্মটি ফিলাপ করতে হবে
4. জরুরি সমস্ত তথ্য নির্ভূল ভাবে পূরণ করার পরে নির্দেশ মতো জরুরি ডকুমেন্টস আপলোড করতে হবে
5. এরপর প্রার্থীকে আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট করতে হবে
6. সবশেষে আবেদন পত্রটি প্রিন্ট আউট বের করে নিতে হবে এবং এটি অফলাইনে পাঠানোর কোন প্রয়োজন নেই।
আবেদন করার শেষ তারিখ : আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন ৩০ এপ্রিল ২০২৪ পর্যন্ত।
Official Notice : Download
Online Application : Click Here
Telegram Channel | Join Now |
WhatsApp Group | Join Now |
I writing content for several years. I write content related to job,scheme,business and educational related update. Please forgive me for any typing mistake or others.