ঘরে বসে মাসিক আয় 50 হাজার, সুযোগ দিচ্ছে স্টেট ব্যাংক -SBI Bank Business Idea

বেকার প্রার্থীদের জন্য দারুণ সুসংবাদ নিয়ে হাজির হওয়া গেল। এবার চাকরির বিকল্প হিসেবে এমন ব্যবডা নিয়ে হাজির হয়েছি যার মাধ্যমে ঘরে 50 হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন। তাও আবার যে কোনো কাজ করে নয়, সরাসরি SBI ব্যাংকের সঙ্গে ব্যবসা করে এই আয় করতে পারবে।বেকার প্রার্থীদের জন্য সামান্য পুজি খাটিয়ে বাড়ি বসে আয় করার দারুণ সুযোগ। আসুন তাহলে আজকের প্রতিবেদনে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। SBI Bank Business Idea

sbi bank business idea

গত কয়েক মাস আগে SBI Bank কর্তৃক সরকারি ট্রানজেকশন প্রক্রিয়াকে আরও সহজ করতে WhatsApp এর মাধ্যমে ব্যাংকিং পরিষেবা চালু করা হয়েছে। আর এই জন্য SBI ব্যাংকের সঙ্গে কাজ করে মাসে মাসে লক্ষাধিক টাকা আয়ের সুযোগ দিচ্ছে। এখন আপনার মনে এই প্রশ্ন ঘোর পাক খেতে পারে যে কিভাবে এত টাকা আয় করা সম্ভব। তাহলে আসুন দেরি না করে জেনে নেওয়া যাক, কিভাবে এত টাকার ঘরে বসে আয় করা সম্ভব। SBI Bank ATM Franchise Business

বর্তমানে স্টেট ব্যাংকে অন্যতম লক্ষ্য হলো দেশের যে কোনো প্রান্তে গ্রাহকদের কাছে ব্যাংকের নানা সুবিধা পৌঁছে দেওয়া। ঠিক এই কারনে দেশের যে কোনো প্রান্তে SBI ব্যাংক ATM Franchise দিচ্ছে। যেখানে আপনি নিজের এলাকায় ATM Franchise নিয়ে মাসিক প্রায় 50 হাজারের বেশি আয় করতে পারেন। এদিকে বছরে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন। তবে অবশ্যই কিছু শর্ত অবলম্বন করলেই এই সুযোগ পেয়ে যেতে পারেন আপনি। ATM Franchise Business

সুযোগ পেতে কী কী শর্ত পূরণ করতে হবে?

1. প্রথমত ATM মেশিন বসানোর জন্য কমপক্ষে 50-60 বর্গফুট জমি থাকতে হবে। ( নিজের কিংবা ভাড়া যে কোনো হলেই চলবে)

2. যদি আশেপাশে অন্য কোনো ATM থাকে তাহলে তার থেকে দুরত্ব হতে হবে কমপক্ষে 100 মিটার ।

3. যেখানে এই মেশিন বসানো হবে সেই জায়গাটি অবশ্যই নিচতলায় হতে হবে এবং পাশাপাশি 1 কিলোওয়াট বিদ্যুৎ সংযোগ সহ 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা থাকতে হবে।

আবেদন করতে কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস থাকতে হবে :

1. সর্বপ্রথম প্রার্থীর পরিচয় পত্র হিসেবে ব্যাংক পাসবই থাকতে হবে

2. আধার বা ভোটার কার্ড থাকতে হবে।

3. রেশন কার্ড

4. জমির কাগজ বা রেন্টের কাগজ ইত্যাদি

5. GST রেজিষ্ট্রেশন করতে হবে

6. অন্যান্য

*বড় ঘোষণা, পাবেন নগদ 10 হাজার টাকা, মমতার প্রকল্পের সুযোগ নিন এখনই -WB Govt Scheme*

এই ব্যবসা বর্তমান যুগে খুবই দ্রুত হারে বেড়েই চলেছে। আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলের আপনার নিকটবর্তী SBI Bank এ গিয়ে যোগাযোগ করে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন। আগে বিস্তারিত জেনে তারপর পরবর্তী পদক্ষেপ নিবেন। SBI Bank Business Idea

Telegram Channel Join Now
WhatsApp GroupJoin Now

Leave a Comment

Home
Recent Posts
Scheme News
More News
× Add a menu in "WP Dashboard->Appearance->Menus" and select Display location "WP Bottom Menu"