রাজ্যজুড়ে 10 লক্ষ নতুন কর্মী নিয়োগ, মমতার বিরাট ঘোষণা -WB Govt Job Recruitment

রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে একদিকে শোরগোল গোটা রাজ্যবাসী। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী এই নিয়ে সুর চড়ালেন অন্যদিকে। রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, রাজ্যজুড়ে প্রায় 10 লক্ষ কর্মসংস্থান তৈরি হচ্ছে। রাজ্যের জেলায় জেলায় থেকে চাকরি প্রার্থীরা এই সুযোগ পাবেন। একদিকে রাজ্যের প্রায় 26 হাজার শিক্ষক ও শিক্ষিকা তাদের চাকরি হারিয়েছে গত সোমবারেই। মমতা ভোট প্রচারে গিয়ে সুর তুলে বলেন আমরা লড়াই করবো এমনকি রাজ্যের আরও প্রায় 10 লক্ষ চাকরি নেওয়া হবে। তবে কীভাবে নেওয়া হবে কারাই বা আবেদন করতে পারবেন আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। WB Govt Job Recruitment

wb govt job recruitment

সোমবারে হাইকোর্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি শববর রাশিদি ও দেবাংশু বসাকের নির্দেশ মতো রাজ্যের প্রায় 26 হাজার চাকরি বাতিল করা হয়েছে। ইতিমধ্যে গোটা রাজ্যজুরে শোরগোল আবহাওয়া তৈরি হয়েছে। যদিও বেশ কিছু দুর্নীতির কারনে রাজ্যের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া কোর্টে ঝুলে রয়েছে বলে জানা যায়। অবশেষে প্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কলকাতা হাইকোর্ট করতে নির্দেশ দেওয়া হয়, বিভিন্ন দুর্নীতির কারণে এসএসসির পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হযল। এক্ষেত্রে বিভিন্ন বিভাগে প্রায় 25 হাজার 753 জন কর্মী রয়েছে, যাদের সরকারি চাকরি থেকে বাতিল করে দেওয়া হয়েছে। WB Govt Job Recruitment

সোমবারে হাইকোর্টের নির্দেশ অনুসারে এসএসসির মাধ্যমে একটু চাকরি বাতিল করা হয়নি, তারা পাশাপাশি চাকরিরতদের 6 সপ্তাহের মধ্যে তাদের বেতনের টাকাও ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়। কলকাতা হাইকোর্টের এই নির্দেশে রাজ্যজুড়ে শোকের হাওয়া বইছে। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর শুনে অন্যদিকে সুর চড়ালেন। এদিন তিনি ভোট প্রচারে এসে জানান যাদের চাকরি বাতিল করা হয়েছে, তাদের পাশে আমরা রয়েছি এবং আমরা তাদের জন্য লড়াই করব। তুমি আরো বলেন, কেউ কোন রকম চিন্তা করবেন না কোনরকম ঝুঁকি নিবেন না। আমরা যথাসাধ্য লড়াই চালিয়ে যাব। WB Govt Job Recruitment

ভোট পর্বে 23,753 শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী হচ্ছে, দেখুন বিস্তারিত – Anganwari Job Recruitment

রাজ্যের মুখ্যমন্ত্রী এসএসসি চাকরি বাতিল নিয়ে আরো বলেন, রাজ্যের প্রায় 26 হাজার কর্মীর চাকরি বাতিল করা হয়েছে, তার মানে শুধু 26 হাজারেই নয়, এর পিছনে রয়েছে দুই লক্ষ পরিবারও। তিনি আরও জানান, গত 8 বছর ধরে ওরা চাকরি করছে। আগামী 6 সপ্তাহের মধ্যে তাদের বেতন ফেরত দিতে হবে, এটা কি করে সম্ভব? রাজ্যের মুখ্যমন্ত্রী চাকরি হারাদের আশ্বাস দিয়েছেন এবং উচ্চ আদালতে লড়াই করার দাবিও তিনি জানিয়েছেন। এর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে প্রায় আরও 10 লক্ষ চাকরি তৈরি হচ্ছে। তিনি বলেন, বিপদের সময় কেউ থাকুক আর না থাকুক, আমি আছি। তবে এই শূন্যপদ গুলি কিভাবে পূরণ করা হবে বা কীভাবে আবেদন করতে হবে? এখনো পর্যন্ত স্পষ্ট ভাবে জানানো হয়নি। WB Govt Job Recruitment

Telegram Channel Join Now
WhatsApp GroupJoin Now

Leave a Comment

Home
Recent Posts
Scheme News
More News
× Add a menu in "WP Dashboard->Appearance->Menus" and select Display location "WP Bottom Menu"