পোস্ট অফিসে 98,083 শূন্যপদে নিয়োগ, পশ্চিমবঙ্গেও প্রচুর চাকরি -India Post Job Recruitment

 আপনি কি বেকার? দীর্ঘদিন ধরে চাকরি খুজছেন? তাহলে আপনার স্বপ্ন পূরণ করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ। কেননা ভারতীয় ডাক বিভাগে 98 হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে। বেকার যুবক-যুবতীরা শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। ভারতের যে কোনো প্রান্ত থেকে বা রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে। চলুন তাহলে আজকে সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত নেওয়া যাক, আগ্রহী প্রার্থীরা অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন। নিচে শূন্যপদ, বয়সসীমা ও আবেদন পদ্ধতি সহ নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। India Post Job Recruitment

India post job recruitment

পোস্ট অফিসের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে শূন্যপদ ও তার সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল- 

1.Postman – 59,099 টি

2.Mailguard -1445

3.MTS -37,549

 

মোট শূন্যপদ : সব ভারতীয় ডাক বিভাগে মোট শূন্যপদ রয়েছে প্রায় 98,083 টি ।

 

 যোগ্যতা :যে সকল চাকরিপ্রার্থীরা ডাক বিভাগের উপরোক্ত পদগুলিতে আবেদন জানাতে আগ্রহী হবেন, তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমপক্ষে মাধ্যমিক পাস করতে হবে। এর পাশাপাশি চাকরিপ্রার্থীদের কিছু পদের জন্য কম্পিউটার জ্ঞান থাকতে হবে। এছাড়াও উচ্চ যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে।

 

বয়স সীমা : আবেদন করতে বয়স থাকতে হবে সর্বনিম্ন 18 বছর কিংবা তার উর্ধ্বে। চাকরি প্রার্থীরা সাধারন হলে সর্বাধিক 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে। সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের অতিরিক্ত ছাড় দেওয়া হবে।

 

মাসিক বেতন :মাসিক বেতন দেওয়া হবে সরকারি পে লেভেল অনুযায়ী।

 

আবেদন পদ্ধতি : ডাক বিভাগে নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে হবে অনলাইন মাধ্যম অবলম্বন করে। আবেদন করার পরে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দিতে হবে এবং ভালোভাবে বিস্তারিত পরিণত হবে। এরপর আবেদন ফরমটি ঠিক ঠাক ভাবে পূরণ করতে হবে এবং নির্দেশ মত জরুরি ডকুমেন্টস আপলোড করতে হবে। সবশেষ আবেদন ফী জমা করে যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।

 

জরুরী ডকুমেন্টস সমূহ : 

মাধ্যমিক এডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র,

শিক্ষাগত যোগ্যতার মার্কসিট ও সার্টিফিকেট,

 পাসপোর্ট সাইজের রিসেন্ট ছবি,

প্রার্থীর পরিচয় পত্র,

পার্কে জাতিগত সংশয় পত্র,

 অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস।

 

বাছাই প্রক্রিয়া : যে সমস্ত চাকরিপ্রার্থীরা সফলভাবে আবেদন জানাবেন, তাদের এক্ষেত্রে লিখিত পরীক্ষা যা কম্পিউটার বেস্ট টেস্ট হবে এবং কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে যাচাই করে নিয়োগ করা হবে।

 

ডাক বিভাগের নিয়োগের ক্ষেত্রে এখনো পূর্ণ নোটিশ প্রকাশিত হয়নি, তবে শূন্য পদের তালিকা হিসেবে আগেই নোটিশ প্রকাশিত হয়েছে। পূর্ণ নোটিশ যাচাই করে তারপরে পরবর্তী পদক্ষেপ নিবেন।

Official Website + Notice  : Download 

 

Telegram Channel Join Now
WhatsApp Group Join Now
x