WB Govt Scheme :রাজ্য সরকারের এই প্রকল্প পুরো বাংলা জুড়ে আলোচনার মুখে। কেননা এই প্রকল্পের মাধ্যমে রাজ্যজুড়ে প্রতি পরিবারে একাধিক মানুষ এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন। এই প্রকল্পের মাধ্যমে শুধু একবার নয় বছরে দুবার টাকা পাওয়া যাবে। তাও আবার 5 হাজার করে মোট 10 হাজার টাকা। শুধু তাই নয় এই প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাী দুর্ঘটনা কারণবশত মৃত্যু ঘটলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হবে। রাজ্য সরকারের এই প্রকল্পের জন্য রাজ্য সরকার প্রশংসায় পঞ্চমূখ হয়েছে। WB Govt Scheme
রাজ্য সরকার সাধারণত রাজ্যের জনগণের জন্য প্রতিনিয়ত নতুন নতুন প্রকল্পের খোঁজ নিয়ে আসে আসেন। বাংলার মুখ্যমন্ত্রীর প্রকল্পের ( WB Govt Scheme) সুবিধা বাংলার এমন কোন জনগণ পান না, তা খুঁজে পাওয়া মুশকিল। কেননা তিনি বাংলার প্রতিটি জনগণের জন্য শ্রেণী অনুযায়ী বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসেছেন। তিনি ছোট-বড়, মহিলা পুরুষ, বয়স্ক, ছেলে -মেয়ে, বিবাহিত-অবিবাহিত ও চাকরিজীবী কিংবা ব্যবসায়ী সকলের জন্য জনমুখী প্রকল্প নিয়ে এসেছেন। বাংলার মুখ্যমন্ত্রীর নতুন নতুন প্রকল্পে কোটি কোটি মানুষ সুবিধা নিচ্ছেন। WB Govt Scheme
রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রকল্প (WB Govt Scheme) গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো লক্ষীর ভান্ডার। সম্প্রতি এই প্রকল্পের টাকা বৃদ্ধি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে যেখানে 500 ও 1000 টাকা পেতো, তা যথাক্রমে 1 হাজার ও 1200 টাকা করা হয়েছে। চলতি মাস থেকে এই সুবিধা চালু করা হয়েছে। এছাড়াও রাজ্য সরকার রাজ্যের বেকারদের জন্য যুবশ্রী প্রকল্প এবং যুবতীদের জন্য কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন। এছাড়া বিবাহিত মহিলাদের জন্য রূপশ্রী সহ জাগো প্রকল্প চালু করেছেন। পড়ুয়াদের জন্য বিভিন্ন স্কলারশিপ সহ মোবাইল কিনার জন্য 10 হাজার টাকা দিচ্ছেন। সেখানেই থেমে নেই, পড়ুয়াদের জন্য দেওয়া হচ্ছে সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে সাইকেল। WB Govt Scheme
এবার রাজ্যের বাসিন্দাদের জন্য রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্পের সুবিধা আরও বৃদ্ধি করেছেন। রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে বছরে দুবার মোট 10 হাজার টাকা, 6 মাস অন্তর অন্তর 5 হাজার টাকা দেওয়া হবে। রাজ্য সরকার কেন্দ্র সরকারের সমতুল্য প্রকল্পের মতো এই প্রকল্পেও সুবিধা বৃদ্ধি করেছেন। রাজ্য সরকারের এই প্রকল্প রাজ্যের কৃষকদের জন্য। যার নাম কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের উপভোক্তারা যদি দূর্ঘটনা জনিত মৃত্যুবরন করে তাহলে তার পরিবারকে 2 লক্ষ টাকা দেওয়া হবে। WB Govt Scheme
হাতে পাবেন 15 হাজার টাকা, শুধু আবেদন করুন এখনই -WB Govt Scheme
এই প্রকল্পের সুবিধা পেতে গেলে অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। যার জন্য প্রার্থীকে নিকটবর্তী বিডিও অফিসে কিংবা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া সবসময় চালু থাকে না, তবে যে সময় এই প্রকল্পের আবেদন চলে সেই সময় যোগাযোগ করলে সুবিধা নিশ্চিত পাওয়া যায়। এছাড়াও দুয়ারে সরকার কর্মসূচীতে এই প্রকল্পের আবেদন গ্রহণ করা হয়। WB Govt Scheme
Telegram Channel | Join Now |
WhatsApp Group | Join Now |
I write content for several years. I have well experience in job related content writing. Besides I write Government update related content such as Government announced, Schemes and Education related many content.