WBKVIB-র মাধ্যমে জেলায় জেলায় কর্মী নিয়োগ শুরু, নিজের জেলায় পোস্টিং -WB Govt Job Recruitment

পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য ফের নয়া সুসংবাদ। রাজ্যের 23 জেলা ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় শূন্যপদও রয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হন কেনো? এক্ষেত্রে চাকরির দারুণ সুযোগ আপনার হাতে। আপনি যদি রাজ্যের বিভিন্ন জেলার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার জন্য নিজের জেলায় চাকরির সুযোগ রয়েছে। আসুন তাহলে সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। WB Govt Job Recruitment

Wb govt job recruitment,

নিয়োগের সংস্থা : রাজ্যের WBKVIB-এর মাধ্যমে নিয়োগ করা হবে।

নিয়োগের স্থান : রাজ্যের জেলায় জেলায় নিয়োগ করা হবে। অফিসিয়াল নোটিশ থেকে দেখে নিবেন জেলার শূন্যপদ সম্পর্কে।

পদের নাম : রাজ্য জুড়ে জেলায় জেলায় কেশিয়ার পদে নিয়োগ করা হবে।

যোগ্যতা ও বয়সসীমা : যে সকল চাকরি প্রার্থীরা রাজ্যের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী হবেন তাদের যোগ্যতা ও বয়স থাকতে হবে WBKVIB এর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যথাযোগ্য। এছাড়াও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

মাসিক বেতন : যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে নিযুক্ত হবেন তাদের মাসিক বেতন দেওয়া হবে 25,000 টাকা।

আবেদন পদ্ধতি : যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তাদের এক্ষেত্রে আগে কোনো আবেদন পত্র জমা করতে হবে না। যোগ্যতা ঠিক থাকলে ইন্টারভিউ-র দিন আবেদন পত্র ও প্রার্থীর সমস্ত জরুরি ডকুমেন্টস এর অরিজিনাল সহ ফটোকপি নিয়ে উপস্থিত হতে হবে। আবেদন পত্র ডাউনলোড করতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং পরে তার প্রিন্ট আউট বের করে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া : যে সকল বেকার যুবক যুবতীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী হবেন তাদের এক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ এর দিন সমস্ত ডকুমেন্টস সমেত উপস্থিত থাকতে হবে।

জরুরি ডকুমেন্টস সমূহ : বেশ কিছু জরুরি ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে –

1. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণ পত্র

2. যোগ্যতার সমস্ত জরুরি ডকুমেন্টস

3. পাসপোর্ট সাইজের ছবি

4. পরিচয় পত্র

5. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)

6. অন্যান্য জরুরি ডকুমেন্টস

ইন্টারভিউ এর তারিখ : আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ইন্টারভিউ এ উপস্থিত হতে হবে 16-04-2024 তারিখ সকাল 11 টার সময়। এদিন সকাল 11 টা থেকে 12 টা পর্যন্ত ডকুমেন্টস যাচাই চলবে এবং তারপর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে।

ইন্টারভিউ-র স্থান : Conference Hall of the West Bengal Khadi & Village Industries Board at 12 B.B.D. Bag, Kolkata 700001.

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন –

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড

Telegram Channel Join Now
WhatsApp GroupJoin Now

Leave a Comment

Home
Recent Posts
Scheme News
More News
× Add a menu in "WP Dashboard->Appearance->Menus" and select Display location "WP Bottom Menu"