মমতার দারুণ প্রকল্প, আবেদন করলেই 10 হাজার সরাসরি একাউন্টে -WB Govt Scheme

সামনে লোকসভা ভোট। তার আগে রাজ্যবাসীর জন্য দারুন সুসংবাদ। এবার রাজ্যবাসীর জন্য নতুন প্রকল্পের সূচনা করেছেন রাজ্য সরকার। এই প্রকল্পে কেবল আবেদন করতে দেরি। আবেদন করলেই পেয়ে যাবেন 10 হাজার টাকা। শুনতে অবাক লাগলো এটাই সত্যি। রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে আপনি হতে পারবেন মালামাল। রাজ্যের যে কোন প্রান্ত থেকে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। এই প্রকল্পের মাধ্যমে আবেদন করলে পাওয়া যাবে 10 হাজার টাকা। আসুন তাহলে এই প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। WB Govt Scheme

wb govt job

সামনে লোকসভা ভোট আর তার আগে নতুন প্রকল্পের সূচনা করলেন রাজ্য সরকার। রাজ্য সরকার দেশের অন্যান্য সরকারের তুলনায় প্রকল্পের দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন। আর এই নতুন নতুন প্রকল্পের জন্য রাজ্য সরকার বিশ্ব স্তরেও সম্মান লাভ করেছেন। রাজ্য সরকার সাধারণত রাজ্যের যেকোনো বয়সে বাসিন্দাদের জন্য নানা রকম প্রকল্পের খোজ করে থাকেন। এবার এমনই এক প্রকল্প নিয়ে আসলো যার মাধ্যমে রাজ্যের বাসিন্দা হলে পেয়ে যাবেন 10 হাজার টাকা। কিভাবে বা এই টাকা পাওয়া যাবে কিভাবে বা আবেদন করবেন? আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। WB Govt Scheme

পশ্চিমবঙ্গ সরকার সাধারণত রাজ্যবাসীর জন্য নানারকম প্রকল্প নিয়ে আসেন। রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্পের মধ্যে হল লক্ষীর ভান্ডার প্রকল্প, স্বাস্থ্য সাথী প্রকল্প, খাদ্য সাথী প্রকল্প, সবুজ সাথী প্রকল্প, বেকার ভাতা, যুবশ্রী বয়স্ক ভাতা, সহ আরো বহু রকমের প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীকে দৈনন্দিন আর্থিক ও সামাজিক সাহায্য করছেন। রাজ্যের ছেলে বুড়ো থেকে মহিলা মেয়ে সকলের জন্যই নানা রকম প্রকল্পের সূচনা করেছেন তিনি। ঠিক একই রকম রাজ্য সরকার রাজ্যের দরিদ্র কিংবা মধ্যবিত্ত পরিবারের জন্য এমন এক প্রকল্প নিয়ে আসলো যার মাধ্যমে পাওয়া যাবে 10 হাজার টাকা । WB Govt Scheme

রাজ্য সরকারের এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো রাজ্যের দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারে সহায়তা প্রদান করা। ভারত সহ আমাদের রাজ্য কৃষক নির্ভর রাজ্য। তাই এই দেশের বা রাজ্যে বেশিরভাগ পরিবারেই দরিদ্র কিংবা মধ্যবিত্ত হয়ে দিন কাটাচ্ছেন। এবার এই সমস্ত পরিবারকে লক্ষ্য করে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা দিচ্ছেন। এই প্রকল্পের সুবিধা পেতে গেলে রাজ্যের বাসিন্দা হতে হবে এবং কমপক্ষে বয়স থাকতে হবে 18 বছর। শুধু তাই নয় এই প্রকল্পের মাধ্যমে নির্ধারিত বয়সের আগে প্রার্থী দূর্ঘটনা বশত মৃত্যু হলে তার পরিবারকে 2 লক্ষ টাকা দেওয়া হবে। আসুন তাহলে এই প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। WB Govt Scheme

এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাকে একটি অফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। অফলাইন আবেদন পত্র পেতে আপনার নিকটবর্তী বিডিও অফিস কিংবা গ্রাম পঞ্চায়েত অফিসে যেতে হবে। এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া চালু থাকলে, সেখান থেকে আপনাকে একটি আবেদন পত্র দেওয়া হবে এবং এই আবেদন পত্রটি নির্ভুলভাবে পূরণ করে সংশ্লিষ্ট অফিসে জমা করতে হবে। অবশ্যই আবেদনপত্রের সঙ্গে জরুরী কিছু ডকুমেন্টস এর জেরক্স কপিও জমা করতে হবে। WB Govt Scheme

আবেদন করতে জরুরি কিছু ডকুমেন্টস :

1. প্রথমত আবেদনকারীর এমন একটি প্রমাণ থাকতে হবে যার মাধ্যমে প্রমাণ করবেন তিনি কৃষক। যেমন জমির পর্চা, জমির দলিল, পাট্টা

2. আবেদনকারীর একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে

3. আবেদনকারীর প্রমাণপত্র হিসেবে আধার কার্ড ও ভোটার কার্ড থাকতে হবে

4. এরপর আবেদনকারীর একটি গ্রাম পঞ্চায়েত প্রধানের সুপাররিশ বা ওয়ারিশ সার্টিফিকেট জমা করতে হবে

5. জমির কাগজ ও অন্যান্য

আবেদন সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখে নিবেন – https://matirkatha.net/

Telegram Channel Join Now
WhatsApp GroupJoin Now

Leave a Comment

Home
Recent Posts
Scheme News
More News
× Add a menu in "WP Dashboard->Appearance->Menus" and select Display location "WP Bottom Menu"