রাজ্যের বেকারদের 36,890 শূন্যপদে নিয়োগ শুরু, জেলায় জেলায় সরকারি চাকরি- WB Govt Job Recruitment

আপনি কি রাজ্যের বাসিন্দা? এখনো পর্যন্ত বেকার? তাহলে আপনার জন্য দারুন সুখবর রয়েছে। ইতিমধ্যে বেকার যুবক যুবতীদের জন্য 36,890  শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই শূন্যপদ গুলোতে রাজ্যের যে কোন প্রান্ত থেকে বেকার যুবক যুবতীরা আবেদন জানাতে পারবেন। এই মুহূর্তে এই সমস্ত শূন্যপদ গুলিতে আবেদন চলছে। আপনি যদি এই বিপুল শূন্যপদের জন্য আবেদন জানাতে চান, তাহলে শেষ পর্যন্ত দেখুন। নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।WB Govt Job Recruitment

রাজ্যের বেকারদের 36,890 শূন্যপদে নিয়োগ শুরু, জেলায় জেলায় সরকারি চাকরি- WB Govt Job Recruitment

এবার বেকার যুবক যুবতীদের জন্য একসঙ্গে 36,890 শূন্যপদে আবেদন করার দারুন সুযোগ। যদি আপনি রাজ্যের বাসিন্দা হয়ে থাকেন এবং অতি শীগ্রই একটি চাকরি পেতে চান, তাহলে আপনার জন্য এই সুযোগট। কেননা এত বড় শূন্যপদে এখনো পর্যন্ত এরকম নিয়োগ খুবই কম লক্ষ্য করা গিয়েছে। আপনি পুরুষ হন কিংবা মহিলা সবার জন্যই রয়েছে দারুন সুযোগ। আপনার যোগ্যতা ন্যূনতম হলেও আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে। থাকবে বিপুল পরিমাণ মাসিক বেতনও। আসুন তাহলে আজকে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। WB Govt Job Recruitment

 

36,890 শূন্য পদের মধ্যে প্রথমে আসা যাক পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে কর্মী নিয়োগের জন্য 6652 টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে পঞ্চায়েত সেক্রেটারি, এক্সিকিউটিভ, সহায়ক, ইঞ্জিনিয়ার ও কর্মী সহ আরো বহু পদে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে অষ্টম, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েট পাশ করলে আবেদন করতে পারবেন। বয়স সর্বাধিক 40 বছরের মধ্যে থাকতে হবে। আপাতত অনলাইনে মাধ্যমে রেজিস্ট্রেশন চলছে। আবেদন করতে wbprms.in ওয়েবসাইট ভিজিট করুন। WB Govt Job Recruitment

 

এদিকে রাজ্যজুড়ে রাজ্য পুলিশে 11,749 জন কন্সটেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। রাজ্যের বেকার যুবক যুবতী সকলেই আবেদন জানাতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে শুধুমাত্র মাধ্যমিক পাস করতে হবে ও প্রার্থীর বয়স থাকতে হবে সর্বাধিক 40 বছরের মধ্যে। ইতিমধ্যে অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইন আবেদন করতে prb.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। অনলাইনে আবেদন করা যাবে 5 এপ্রিল 2024 পর্যন্ত। WB Govt Job Recruitment

 

অন্যদিকে রাজ্য সরকারের আরও এক নিয়োগের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 1,131 টি। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পুলিশ রিকুটমেন্ট বোর্ড এর তরফে। এক্ষেত্রেও রাজ্যের কর্মপ্রার্থীদের থেকে আবেদন চাওয়া হয়েছে। পুরুষ কিংবা মহিলা সকলে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে নিয়োগ করা হবে সাব ইন্সপেক্টর পদে। চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমপক্ষে গ্রেজুয়েট পাস করতে হবে। ইতিমধ্যে অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইন আবেদন করার শেষ তারিখ 7 এপ্রিল 2024। আবেদন করতে পারবেন wbprb এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। WB Govt Job Recruitment

 

এদিকে কলকাতা পুলিশ কর্তৃক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে জানানো হয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগ করা হবে। রাজ্যের যেকোন প্রান্ত থেকে আবেদন করা যাবে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস মোট শূন্যপদ রয়েছে 3,734 টি। অনলাইন আবেদন করা যাবে 29 শে মার্চ পর্যন্ত। প্রার্থীদের বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। অনলাইন আবেদন করতে WBPOLICE.GOV.IN এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন। WB Govt Job Recruitment

এদিকে রেলের তরফে 9,144 টি শূন্য পদে টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পাশাপাশি আরপিএফ কনস্টেবল এ 4660 কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দুটি ক্ষেত্রে ইতিমধ্যে অনলাইনে আবেদন চলছে যারা এখন আবেদন করতে আগ্রহী তারা সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখে নিতে পারেন। মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করা যাবে সঙ্গে অন্যান্য যোগ্যতাও থাকতে হবে। আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখে নিবেন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক 

Telegram Channel Join Now
WhatsApp Group Join Now
JR Team
JR Team

I write content for several years. I have well experience in job related content writing. Besides I write Government update related content such as Government announced, Schemes and Education related many content.