Government Scheme : কন্যা সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবার নতুন পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য। এবার বিয়ের জন্য আর্থিক সহায়তা হিসেবে ১ লক্ষ টাকা দেবে সরকার। তাই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে কন্যা সন্তানের বিয়ে নিয়ে অযথা দুশ্চিন্তায় যারা ভুগছিলেন তাদের জন্য এই উদ্যোগ অত্যন্ত সহায়ক হবে। তবে এই সুবিধা সকলের জন্য উপলব্ধ নয়, এই সুবিধা নিতে চাইলে বিশেষ কিছু যোগ্যতার অধিকারী হতে হবে। নিচে যোগ্যতা সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচিত রয়েছে। আজকের প্রতিবেদনে ভারতবর্ষের এক রাজ্য সরকারের তরফে বিবাহের জন্য এক লক্ষ টাকা প্রদান করার যাবতীয় তথ্য আলোচনা করা হলো। আগ্রহী ব্যক্তিরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন।
বিয়েতে ১ লক্ষ টাকার আর্থিক সাহায্য:
সময়ের সাথে সাথে দ্রব্যমূল্য এত বৃদ্ধি পেয়েছে যে একজন সাধারণ দরিদ্র ঘরের পরিবারের একটি বিবাহ সম্পন্ন করতে প্রচুর খরচ বহন করতে হয়। দরিদ্র সীমার নিচে বসবাস করে এমন মানুষের বিবাহ খরচ বহন করা খুবই কষ্টকর। তাই ভারতবর্ষের বৃহত্তম জনবহুল রাজ্যের মুখ্যমন্ত্রী সামুহিক বিবাহ যোজনার অধীনে কন্যাদের ১ লক্ষ টাকার অনুদান প্রদান করার কথা ঘোষণা করেছেন। এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারগুলিকে সামুহিক বিবাহের মাধ্যমে বিবাহ সম্পন্ন করানো হবে এবং বিবাহ শেষে এক লক্ষ টাকার অনুদান প্রদান করা হবে। তাই যে সমস্ত দরিদ্র পরিবার তাদের পরিবারের মেয়ের বিবাহ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা এই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে নিজ কন্যার বিবাহ সম্পন্ন করাতে পারেন।
কারা এই সুবিধা পাবেন:
রাজ্য সরকারের তরফে সামরিক বিবাহের মাধ্যমে যে এক লক্ষ টাকা প্রদান করা কথা বলা হয়েছে এই উদ্যোগটি আমাদের পার্শ্ববর্তী রাজ্য উত্তরপ্রদেশের রাজ্য সরকার তরফ থেকে গ্রহণ করা হয়েছে। অর্থাৎ উত্তর প্রদেশ রাজ্যে বসবাসকারী দরিদ্র সীমার নিচে সকল পরিবার গুলিকে এই সুবিধা প্রদান করা হবে। তবে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী ব্যক্তিদের অবশ্যই উত্তরপ্রদেশ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। এর পাশাপাশি আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারীর বয়স ১৮ বছরের উর্ধ্বে হতে হবে। এছাড়াও সমাজের নিম্ন আয়ের যারা রয়েছেন তাদের একমাত্র এই সুবিধা প্রদান করা হবে।
সামাজিক দৃষ্টিভঙ্গির প্রভাব:
ভারতীয় উপমহাদেশের উন্নয়নশীল দেশগুলিতে একাধিক কন্যা সন্তান থাকার কারণে দরিদ্র পিতা-মাতা বাল্য বয়সেই কন্যার বিবাহ দিয়ে থাকেন যাতে অতিরিক্ত বোঝা তারা কমাতে পারে। এই প্রকল্পের মাধ্যমে পরিবার গুলোকে যদি বিবাহের জন্য এক লক্ষ টাকার সহায়তা প্রদান করা হয় তাহলে দেশের বাল্যবিবাহের হার বহু অংশে কমবে। এতে দরিদ্র পরিবারের মেয়েদের ভবিষ্যত আরও সুনিশ্চিত হয়। পাশাপাশি বিয়ের পরেও মিলবে নানা রকম সরকারি সুবিধা। এখানেই শেষ নয়, এই প্রকল্পের অধীনে মেধাবী ছাত্রীদের স্কুটি প্রদানের মত প্রকল্পের কথাও ঘোষণা করেছেন রাজ্য সরকার।
আগামী এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে এই মুখ্যমন্ত্রী সামুহিক বিবাহ যোজনা। তাই যারা সাময়িক বিবাহ অংশগ্রহণ করতে চান তারা যোজনায় নাম নথিভুক্ত করণের সময় অংশগ্রহণ করুন। এছাড়াও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর সাময়িক বিবাহ যোজনার মাধ্যমে এক লক্ষ টাকা প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে উত্তর প্রদেশ রাজ্যের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই প্রকল্প সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য প্রকাশিত হলে আপনাদের জানানো হবে।
রাজ্য গ্রুপ সি সহ ৭ নিয়োগের বিজ্ঞপ্তি, হাজার হাজার চাকরির সুযোগ – Govt Job Recruitment