WBBPE TET Recruitment Update 2025: নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন যাবত রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে। ২০১৭ সালে প্রাথমিক টেট নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। তারপর রাজ্যে একে একে ২০২২ এবং ২০২৩ সালে প্রাথমিক টেট অনুষ্ঠিত হলেও নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। যার ফলে সমস্যার সম্মুখীন হয়েছেন প্রাইমারি টেট পাশ চাকরি প্রার্থীরা। এই নিয়ে বারংবার তারা সরব হয়েছেন। সরকারের তরফ থেকে তাদের একাধিক আশ্বাস দেওয়া হলেও নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি।
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল দাবি, ওবিসি শংসাপত্র বাতিল মামলার নিষ্পত্তির না হওয়া পর্যন্ত নতুন নিয়োগের তালিকা প্রকাশিত করতে পারছেন না তারা। বর্তমানে ওবিসি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, মামলাটি নিষ্পত্তি হলেই দ্রুত প্রাথমিক টেট পাস চাকরি প্রার্থীদের জন্য ইন্টারভিউ এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এদিকে প্রায় ১৩ মাস পার হলো টেট পরীক্ষা ২০২৩ হওয়ার, এখনো প্রকাশ পায়নি ফলাফল তা নিয়ে ইতিমধ্যে হাইকোর্টে প্রশ্ন উঠলো। এক্ষেত্রে এতদিন পার হওয়ার পরও কেন প্রকাশিত হল না প্রাথমিক টেট পরীক্ষার রেজাল্ট তা নিয়ে পর্ষদের কাছে হলফনামা চাওয়া হয়েছে। আগামী ৩ সপ্তাহের মধ্যে পর্ষদকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্ট।
উল্লেখ্য, ২০১৭ সালে প্রাথমিক টেটের নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ হওয়ার পর ২০২২ সালে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এই টেটে উত্তীর্ণ হয়ে ছিলেন রাজ্যের প্রায় দেড় লক্ষের বেশি পরীক্ষার্থী। তাঁদের মধ্যে ৬৯ হাজার ৪০৮ জন ছিলেন মহিলা, ৮১ হাজার ৭৭ জন পুরুষ। এছাড়া, ৬ জন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষার ফল প্রকাশের পর পর্ষদ সভাপতি বলেছিলেন এবার থেকে রাজ্যের প্রতিবছর প্রাথমিক টেট পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষার পাশাপাশি ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ করে দ্রুত নিয়োগ পত্র প্রদান করা হবে।
কিন্তু ২০২২ এর পর দীর্ঘ ৩ বছর হতে চলেছে অথচ নতুন নিয়োগের কোন দেখা নেই। যার ফলে টেট পাশ চাকরি প্রার্থীদের মধ্যে ক্ষোভ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তারা একাধিকবার রাজপথে আন্দোলনে সামিল হয়েছেন, তারপরেও কোন কাজ হয়নি। তবে ২০২৬ বিধানসভা ভোটের আগে হয়তো নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে বলে আশা করছেন অনেকে।
২০২২ প্রাথমিক টেটে ইন্টারভিউ সম্পূর্ণ করার কথা বলা হলে সরকারের তরফে বারংবার বলা হচ্ছে ওবিসি মামলার জন্য তারা নিয়োগ সম্পন্ন করতে পারছেন না। উল্লেখ্য যে গত বছর ২২ মে বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ রাজ্যের প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। হাইকোর্ট জানায়, ২০১০ সালের পর থেকে পদ্ধতি মেনে ওই সব সার্টিফিকেট তৈরি করা হয়নি। সেই মামলার শুনানি চলছে শীর্ষ আদালতে। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি ২০২৫ পরবর্তী শুনানি হচ্ছে বিচারপতি গগৈ বেঞ্চেই।
এরই মধ্যে এই ওবিসি মামলা নিয়ে নতুন এক পিটিশন দায়ের হয়েছিল সেই পিটিশন মামলা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি পর্ষদের ব্যাখা, রাজ্যের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রাথমিক টেট-ই একমাত্র মানদণ্ড নয়। যে টেট পাস করলেই তাদের নিয়োগপত্র দিতে হবে তার কোন বাধ্যবাধকতা নেই। তবে রাজ্যে আসন্ন ২০২৬ বিধানসভা ভোটকে কেন্দ্র করে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে বলে অনেকের ধারণা। তবে রাজ্যে ২০২৬ বিধানসভা ভোটের আগে নিয়োগ প্রক্রিয়ায় সম্পন্ন করতে হলে ২০২৫ এর মধ্যেই এর বিজ্ঞপ্তি প্রকাশিত করতে হবে।
সবশেষে বলা যায় বর্তমানে ওবিসি মামলার উপরে প্রাথমিক টেট পাশ চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করছে। তবে আশা করা হচ্ছে খুব দ্রুত ওবিসি মামলা নিষ্পত্তি ঘটলে ২০২২ স্টেট পাশ চাকরি প্রার্থীদের ইন্টারভিউ এর নোটিফিকেশন প্রকাশিত হবে। ২০২২ চাকরি প্রার্থীদের ইন্টারভিউ এর নোটিফিকেশন প্রকাশের পাশাপাশি ২০২৩ পরীক্ষা অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের রেজাল্ট প্রকাশিত করা হবে। এই সংক্রান্ত পরবর্তী কোন আপডেট প্রকাশিত হলে আপনাদের জানানো হবে।