ফ্রী চাকরির ট্রেনিং দিচ্ছে আদিত্য বিড়লা কোম্পানি, মাস গেলে 25,000 একাউন্টে – Internship Recruitment

Internship Recruitment : দেশে শিক্ষিত বেকারের সংখ্যা ক্রমে বৃদ্ধি পেয়ে চলেছে। শিক্ষাগত যোগ্যতা থাকলেও কাজের অভিজ্ঞতার অভাবে বেসরকারি সংস্থাগুলো নিয়োগ করতে অনিহা প্রকাশ করে থাকেন। তাই বর্তমানে ভারত সরকারি একাধিক বেসরকারি সংস্থার উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং প্রদান করে চাকরির ব্যবস্থা করছেন। বর্তমানে এমনই এক ইন্টার্নশিপ এর বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এই বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে Aditya Birla Capital সংস্থা। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ফাইনান্স পদে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং এর জন্য আবেদন পত্র গ্রহণ চলছে।

পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থী যারা সদ্য তাদের পড়াশোনার সম্পূর্ণ করেছেন তারা আবেদনযোগ্য। এই ইন্টার্নশিপ অংশগ্রহণকারীরা ট্রেনিং এর পাশাপাশি প্রতি মাসে ২৫,০০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড পাবেন। নিম্নে ইন্টার্নশিপ সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করা হলো। আগ্রহীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।

internship recruitment
Aditya Birla ইন্টার্নশিপ: Internship Recruitment

Aditya Birla Group হল ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টরের মূল সংস্থা। এটি জীবনবীমা, এসেট ম্যানেজমেন্ট, প্রাইভেট ইক্যুইটি, কর্পোরেট লেন্ডিং, ওয়েলথ ম্যানেজমেন্ট, স্ট্রাকচারড ফাইন্যান্স, কমোডিটি ব্রোকিং, অনলাইন পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট, হাউজিং ফাইন্যান্স ও স্বাস্থ্যবীমাম ইত্যাদি পরিষেবা প্রদান করে থাকে। বর্তমানে এই সংস্থার তরফে সম্পূর্ণ বিনামূল্যে ইন্টার্নশিপ ব্যবস্থা করা হয়েছে। পশ্চিমবঙ্গের সকলে এই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।

ইন্টার্নশিপ স্থান:

Aditya Birla Capital সংস্থার তরফে সম্পূর্ণ বিনামূল্যে যে ইন্টার্নশিপের ব্যবস্থা করা হয়েছে। এই ইন্টার্নশিপ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের ট্রেনিং সেন্টার হিসেবে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লখনৌকে নির্বাচন করা হয়েছে। তাই আগ্রহী প্রার্থীদের ইন্টার্নশিপ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত লখনৌতে ইন্টার্নশিপ কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

স্টাইপেন্ড সুবিধা:

এই ইন্টার্নশিপের ট্রেনিংয়ের মেয়াদ হবে ২ মাস। ট্রেনিং চলাকালীন অংশগ্রহণকারী প্রার্থীদের প্রতিমাসে ১৫০০০ টাকা থেকে ২৫০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। মাসিক স্টাইপেন্ড পাশাপাশি অংশগ্রহণকারী প্রার্থীদের ট্রেনিং শেষে সার্টিফিকেট ও সুপারিশপত্র দেওয়া হবে। এই সার্টিফিকেট এবং সুপারিশ পত্র চাকরি পাওয়ার ক্ষেত্রে বিশেষ সহায়ক হবেন।

মাসিক 18,000 বেতনে মিড ডে মিল বিভাগে একাধিক পদে নিয়োগ, DM অফিসে বিজ্ঞপ্তি প্রকাশ – WB Mid-Day-Meal Job RecruitmentRecruitment

আবেদন পদ্ধতি:

অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারী কে সর্বপ্রথম এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। আবেদন প্রক্রিয়া চলাকালীন চাকরিপ্রার্থীর নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতা যাবতীয় নথিপত্র প্রদান করতে হবে। আবেদনপত্র পূরণ হয়ে গেলে কিছুদিনের মধ্যে প্রার্থীরা ইন্টার্নশিপের অংশগ্রহণের ডাক পাবেন।

মাস গেলেই একাউন্টে ঢুকবে ৩২,০০০ টাকা! মহিলাদের জন্য সরকারের দারুণ সঞ্চয় প্রকল্প – Central Government Savings Scheme

আবেদন শেষ তারিখ:

Aditya Birla Capital সংস্থার ইন্টার্নশিপ প্রক্রিয়ায় অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৯ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখ। তাই আগ্রহী চাকরি প্রার্থীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। প্রতিবেদনের নিচে বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া হয়েছে। সেই লিংকে ক্লিক করে নোটিফিকেশনটি ডাউনলোডের মাধ্যমে আরো বিস্তারিত জানতে পারবেন।

Official NotificationDownload
Official WebsiteClick Here

Leave a Comment

Home
Recent Posts
Scheme News
More News
× Add a menu in "WP Dashboard->Appearance->Menus" and select Display location "WP Bottom Menu"