অঙ্গনওয়াড়ি, কর্মবন্ধু ও পার্শ্ব শিক্ষদের বেতন বৃদ্ধি নিয়ে বিরাট সুসংবাদ! এখনই বিস্তারিত পড়ুন –

সামনে বিধানসভা ভোট এই ভোটকে কেন্দ্র করে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন। এই পদক্ষেপ গুলির মধ্যে অন্যতম হলো নতুন শূন্য পদে কর্মী নিয়োগ এবং কর্মীদের বেতন বৃদ্ধি। দীর্ঘদিন যাবত সরকারি কর্মীরা তাদের বেতন বৃদ্ধির আবেদন জানিয়ে আসছে। এবার সেই আবেদনে সারা দিয়েছে রাজ্য সরকার। আসন্ন বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি থেকে। এই বিধানসভা অধিবেশনে রাজ্য সরকার ১২ ফেব্রুয়ারি তাদের বাজেট পেশ করতে চলেছে। এই বাজেট শিক্ষা ও সমাজকল্যাণ ক্ষেত্রে বড় ঘোষণা করতে পারে সরকার।

বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী এবারের বাজেটে শিক্ষাবন্ধু, অঙ্গনওয়াড়ি কর্মী এবং প্যারা টিচারদের বেতন বৃদ্ধি করা হতে পারে। পাশাপাশি, নতুন নিয়োগের ব্যাপারে ঘোষণার সম্ভাবনাও রয়েছে। কোন কোন ক্ষেত্রে বেতন বৃদ্ধি হতে পারে এবং কোন কোন বিভাগে কর্মী নিয়োগ করা হবে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে আলোচনা করা হলো।

শিক্ষাবন্ধুর বেতন বৃদ্ধি:

বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী রাজ্য সরকারের নতুন বাজেটে শিক্ষা বন্ধুদের বেতন বৃদ্ধি পেতে চলেছে। বর্তমানে রাজ্যে মোট শিক্ষাবন্ধুর সংখ্যা প্রায় ১২০০ জন। তাদের মাসিক বেতন রয়েছে ৯ হাজার ২২৭ টাকা। এই বেতনে তাদের সংসার চালানোর জন্য যথেষ্ট নয়। ২০০৭ সালে বাম আমলে তৈরি হয়েছিল এই শিক্ষাবন্ধু যোজনা। শিক্ষাবন্ধুদের শেষবার ভাতা বেড়েছিল ৭ বছর আগে ২০১৮ সালে। তারপর কেটে গেল দীর্ঘ আট বছর তাদের আর বেতন বৃদ্ধি করা হয়নি। এবার তাঁদের ভাগ্যে বৃদ্ধির যোগ রয়েছে বলে জানিয়েছেন নবান্নের শীর্ষ সারির আমলা। তিনি জানিয়েছেন, এক ধাক্কায় শিক্ষাবন্ধুদের ভাতা তথা বেতন বেড়ে ১১ হাজার টাকা হতে পারে।

WBBPE : প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরাট সিদ্ধান্ত, এই ক্ষেত্রে শিক্ষক নিয়োগের দায়িত্ব নিল পর্ষদ, রইল বিস্তারিত

অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি:

একইভাবে বাড়তে পারে রাজ্য সরকারের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহকারীদের বেতন। রাজ্যে বর্তমানে প্রায় ২ লাখ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহকারী রয়েছেন। বর্তমানে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীরা মাসে ৯ হাজার টাকা এবং সহকারীরা মাসে ৭ হাজার ৫০ টাকা মাসিক বেতন পান। ২০২৪ সালের মার্চ মাসে তাঁদের বেতন বাড়ানো হয়েছিল। তখন অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ৯,০০০ টাকা করা হয়। এবার অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি করে ১০,০০০ টাকা এবং সহকারীদের বেতন বৃদ্ধি করে ৮,০০০ টাকা হতে পারে বলে অনেকের ধারণা।

রাজ্য পরিবহন দপ্তরে নবান্নে থেকে বিপুল কর্মী নিয়োগ, নবান্ন থেকে সবুজ সংকেত – WB Govt Upcoming Recruitment

প্যারা টিচারদের বেতন বৃদ্ধি:

২০২৫ বিধানসভায় রাজ্য সরকারি বাজেটে বেতন বাড়তে পারে প্রাইমারি ও আপার প্রাইমারির প্যারা টিচারদের। বর্তমানে রাজ্যে প্রায় ৪৪ হাজার প্যারা টিচার কর্মরত রয়েছেন। এর মধ্যে প্রাইমারি স্তরে ২০,০০০ জন এবং আপার প্রাইমারি স্তরে রয়েছেন ২৪,০০০ জন। ২০১৭ সালে শেষ বারের মত অধিক পরিমাণে এই প্যারা টিচারদের বেতন বৃদ্ধি হয়েছিল। এরপর ২০২২ সাল থেকে প্রতি বছর ৫% হারে বেতন বাড়ানো সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বর্তমান কর্মিচারী ভবিষ্যনিধি তহবিলের টাকা কেটেও প্রাইমারি প্যারা টিচাররা প্রতিমাসে ৯,৭৯৪ টাকা এবং আপার প্রাইমারি প্যারা টিচাররা প্রতিমাসে ১২,৭৬৬ টাকা এবং স্পেশাল এডুকেটররা প্রতিমাসের ১২,২৭১ টাকা বেতন পান। নবান্ন সূত্রের খবর রাজ্য সরকারের বিধানসভা বাজেটে প্যারা টিচারদের বেতনে বড়সড় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

সামনে বিধানসভা ভোট এই ভোটকে কেন্দ্র করে সরকার নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করছেন। ‌তাই রাজ্য সরকারের একাধিক জনপ্রিয় প্রকল্প গুলির সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে। রাজ্য সরকারের তরফে কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে লক্ষী ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির পরিকল্পনা চলছে। তবে প্যারা টিচার সহ অঙ্গনওয়াড়ি কর্মীদেরও বেতন বৃদ্ধির জন্য আগামী বিধানসভা অধিবেশনে বিল পেশাতে চলেছে। এই জল্পনা কতটা সত্য তার যাচাই করতে হলে আমাদের আগামী বিধানসভা অধিবেশন নজর রাখতে হবে। এই সংক্রান্ত আরো কোন আপডেট পেলে আপনাদের সর্বপ্রথম জানিয়ে দেওয়া হবে।

আমাদের সঙ্গে জুড়ে থাকুন 👇👇

 

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
JR Team
JR Team

I write content for several years. I have well experience in job related content writing. Besides I write Government update related content such as Government announced, Schemes and Education related many content.