WB Yuvashree Scheme :রাজ্য সরকারের তরফে একাধিক জনপ্রিয় প্রকল্প রয়েছে, তার মধ্যে অন্যতম একটি প্রকল্প হল যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের মাসিক ১৫০০ টাকা প্রদান করা হয়। এছাড়া এই প্রকল্পের মাধ্যমে যুবক-যুবতীদের বিভিন্ন কর্মক্ষেত্রে দক্ষ করে তোলার ব্যবস্থা রয়েছে। পশ্চিমবঙ্গের যুবক-যুবতী যারা সাম্প্রতিক তাদের পড়াশোনা সম্পূর্ণ করেছেন তারা আবেদনযোগ্য। নিম্নে প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন-প্রকল্পে কি কি সুবিধা প্রদান করা হবে, আবেদন পদ্ধতি, আবেদন যোগ্যতা প্রভৃতি আলোচনা করা হলো। তাই আপনি অথবা আপনার পরিবারের কেউ যুবশ্রী প্রকল্পের সুবিধা নিতে চাইলে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।
যুবশ্রী প্রকল্প (WB Yuvashree Scheme)
বর্তমান রাজ্য সরকার যুবক-যুবতীদের দক্ষতা উন্নত করতে এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য যুবশ্রী প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পের মাধ্যমে চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রশিক্ষণও প্রদান করা হয়। যতদিন পর্যন্ত চাকরি না হবে ততদিন পর্যন্ত যুবক-যুবতীদের মাসিক ১৫০০ টাকা ভাতা প্রদান করা হবে। এছাড়াও একাধিক সুবিধা রয়েছে। রাজ্যের ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছর বয়সেই যুবক-যুবতীরা প্রকল্পে আবেদন জানাতে পারবেন। আবেদন প্রক্রিয়া অনলাইন এবং অফলাইন উভয়ের মাধ্যমে সম্পূর্ণ করা যাবে।
প্রকল্পের সুবিধা:
রাজ্যের বেকার যুবক-যুবতীদের অন্যতম একটি প্রকল্প যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারী প্রতি মাসে ১৫০০ টাকা পাবেন। মাসিক ভাতার পাশাপাশি দক্ষতা উন্নয়ন এবং প্রকল্পটির কর্মসংস্থান উন্নত করার জন্য মৌলিক যোগাযোগ এবং আইটি প্রশিক্ষণ প্রদান করা হবে। এই প্রশিক্ষণ যুবক-যুবতীদের চাকরির বাজারে জন্য আরও ভালভাবে প্রস্তুত হতে সহায়তা করবে।
আবেদন যোগ্যতা:
যুবশ্রী প্রকল্পে আবেদন কারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে আবেদন করীকে কমপক্ষে অষ্টম শ্রেণি পাস করতে হবে। এছাড়াও পশ্চিমবঙ্গের কর্মসংস্থান ব্যাঙ্কে রেজিস্ট্রেশন করতে হবে। সরকারি বা বেসরকারি চাকরিতে কর্মরত থাকলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। সদ্য পড়াশুনা সম্পূর্ণ করেছেন এমন যুবক-যুবতী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।
আবেদন পদ্ধতি:
যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য অনলাইনে এবং অফলাইন উভয় পদ্ধতি উপলব্ধ রয়েছে। অনলাইনে আবেদনের জন্য আপনাদের সর্বপ্রথম যুবশ্রী ওয়েবসাইট ভিজিট করতে হবে। ওয়েবসাইট ভিজিট করে New Enrollment Job Seeker বিকল্পে ক্লিক করতে হবে। আপনার বিবরণ প্রদান করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেলে, আপনার রেজিস্ট্রেশনের কপি প্রিন্টআউট বের করে নিতে হবে। প্রয়োজনীয় নথিপত্র সহ এই প্রিন্টআউটটি আপনার নিকটতম কর্মসংস্থান কেন্দ্রে জমা দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
প্রয়োজনীয় নথিপত্র:
যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য যুবক-যুবতীদের বেশ কিছু নথিপত্রের প্রয়োজন রয়েছে। নিম্নে প্রয়োজনীয় নথিপত্র গুলি উল্লেখ করা হলো।
- আবেদন কারির জন্ম প্রমান পত্র হিসেবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের এডমিট কার্ড।
- পরিচয় পত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড।
- আবেদন কারীর সচল ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ।
- রঙিন পাসপোর্ট সাইজের ফটো প্রভৃতি।
যুবশ্রী প্রকল্প সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পেতে রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। যুবশ্রী প্রকল্প নিয়ে পরবর্তী কোন আপডেট প্রকাশিত হলে আপনাদের জানানো হবে।
প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর সহ বিভিন্ন ধরনের শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |