রাজ্য জুড়ে কয়েক হাজার ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি, মাধ্যমিক পাশে জেলায় জেলায় চাকরির সুযোগ – WB Govt Clerk Recruitment

WB Govt Clerk Recruitment:  আপনার শিক্ষাগত যোগ্যতা কী মাধ্যমিক পাশ? তাহলে আপনার জন্য দারুণ সুসংবাদ। এবার রাজ্য জুড়ে কয়েক হাজার ক্লার্ক পদে করছে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুসংবাদ। রাজ্যের প্রত্যেক জেলার স্থায়ী বাসিন্দা সঙ্গে মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে আবেদন জানাতে পারবেন। যে সকল চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির অপেক্ষায় রয়েছেন তাদের জন্য অবশেষে দারুণ সুযোগ আসতে চললো। তাহলে দেরি না করে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। নিচে ধাপে ধাপে বিস্তারিত তথ্য দেওয়া হল।WB Govt Clerk Recruitment

 

আমরা সকলে জানি ২০২৪ সালের ডিসেম্বর মাস নাগাত পশ্চিমবঙ্গ সরকারের অধীনে WBPSC বোর্ডের তরফে বেশ কয়েকটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য ফের একবার বিপুল সংখ্যক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  ২৩ জেলার যোগ্য প্রার্থীদের জন্য এটি একটি দারুণ সুযোগ। তাহলে আজকের প্রতিবেদনে সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক।

wb govt clerk recruitment

নিয়োগকারী সংস্থা : 

যে সকল চাকরি প্রার্থীরা এই সুযোগ নিতে চাই তাদের উদ্দেশ্য বলা যাক নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে। এই বিপুল সংখ্যক কর্মী প্রতি বছরের ন্যায় এই বছরও WBPSC-র মাধ্যমে করা হবে।

 

নিচে পদ ও তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল –

পদের নাম : ইতিমধ্যে WBPSC-র তরফে যে ইন্ডিকেটিভ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে ক্লার্কশিপ পরীক্ষার আয়োজন করতে চলেছে। এক্ষেত্রে তাই ক্লার্ক পদে নিয়োগ করা হবে।

 

শিক্ষাগত যোগ্যতা : যে সকল চাকরি প্রার্থীরা এই নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে শুধু মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতার অধিকারী হতে হবে। এছাড়াও উচ্চ যোগ্যতা থাকলেও আবেদন জানাতে পারবেন।

 

বয়সসীমা : সাধারণত সরকারি নিয়ম অনুযায়ী আবেদন করতে সর্বনিন্ম বয়স থাকতে হবে ১৮ বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে ৪০ বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন।

 

মাসিক বেতন : সরকারি নিয়ম বা বেতন কাঠামো অনুযায়ী গ্রুপ সি লেবেলের বেতন দেওয়া হতে পারে।

 

এবার আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে : 

যে সকল চাকরি প্রার্থীগন আবেদন জানাতে ইচ্ছুক হবেন তাদের আবেদন করতে হবে অনলাইন মাধ্যম অবলম্বন করে।

  •  অনলাইন আবেদন করতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং তারপর সংশ্লিষ্ট আবেদন লিঙ্ক বা রেজিষ্ট্রেশন লিঙ্ক খুঁজে নিতে হবে।
  • রেজিষ্ট্রেশন করা থাকলে ডাইরেক্ট লগইন করে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে
  • এরপর জরুরি সমস্ত তথ্য পূরণ করতে হবে এবং নির্দেশ মতো জরুরি ডকুমেন্টস আপলোড করতে হবে
  • এরপর আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।

TATA কনসালটেন্সি তে 40 হাজার বেকার যুবক যুবতীদের চাকরির সুযোগ, নতুন বছরের বিরাট সুসংবাদ, রইল বিস্তারিত

 

জরুরি ডকুমেন্টস সমূহ : 

অনলাইন আবেদন করার সময় জরুরি সমস্ত ডকুমেন্টস সাথে রাখতে হবে এবং তার ভিত্তিতে আবেদন পত্র পূরন করতে হবে। যেমন

  1. বয়সের প্রমাণ,
  2. যোগ্যতা, বাসিন্দা
  3. প্রমাণ, কাস্ট সার্টিফিকেট ও
  4. অন্যন্য।

মমতার প্রকল্পে পাবেন ২৫,০০০ টাকা , দারুণ প্রকল্পের সুবিধা নিন এখনই – WB Government Scheme

নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা যাক :

যে সকল চাকরি প্রার্থীরা এই নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের নিয়োগ করা হবে প্রথমে লিখিত পরীক্ষা ও পরে ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্ট এর মাধ্যমে।

 

*জরুরি সূচনা : ইতিমধ্যে WBPSC Clerkship নিয়োগের ইন্ডিকেটিভ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। খুব শীঘ্রই বিস্তারিত বিজ্ঞপ্তি আসতে চলেছে। তাই পূর্ণ নোটিশ প্রকাশ করা অবধি অপেক্ষা করতে হবে। এই সংক্রান্ত আপডেট পেতে চাইলে আমাদের সঙ্গে জুড়ে থাকুন* 👇👇👇

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
JR Team
JR Team

I write content for several years. I have well experience in job related content writing. Besides I write Government update related content such as Government announced, Schemes and Education related many content.