প্রধানমন্ত্রীর বিনামূল্যে চাকরির প্রশিক্ষণ সঙ্গে মাসে 5000 টাকা, বেকার যুবক যুবতীদের জন্য সুসংবাদ – Central Government Internship Scheme

Central Government Internship Recruitment : ভারত সরকার দেশের ছেলে-মেয়েদের সাহায্যের জন্য এক নয়া প্রকল্প জারি করেছে। এই প্রকল্পের মাধ্যমে মাসিক ৫,০০০ টাকা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। বর্তমানে চাকরির বাজারে প্রতিযোগিতা দিন দিন ক্রমে বৃদ্ধি পাচ্ছে, ফলে সরকারি চাকরি পাওয়া সপ্নের মত হয়ে দাঁড়িয়েছে। যার ফলের দেশের শিক্ষিত যুবক-যুবতীরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন।

তাই ভারত সরকার নতুন নতুন প্রকল্পের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। বর্তমানে এই প্রকল্পের মূল লক্ষ হল ছেলেমেয়েদের কর্মসংস্থান দেওয়া। ভারত সরকারের নতুন এই প্রকল্পটি গত বছর সরকারি বাজেটে ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন। চলতি বছরে যা বাস্তবায়িত হতে চলেছে। ভারত সরকারের নতুন এই প্রকল্পের নাম হলো পিএম ইন্টারশিপ প্রকল্প। নিম্নে প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।

central government Internship Recruitment

পিএম ইন্টারশিপ প্রকল্প (Central Government Internship Scheme) : –

পিএম ইন্টারশিপ প্রকল্পটি ভারত সরকার দেশের বেকার যুবক-যুবতীদের জন্য শুরু করেছেন। এই প্রকল্পের মাধ্যমে সদ্য পড়াশোনা শেষ করা বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। বেকার যুবক-যুবতীদের বিভিন্ন কর্মে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে। পরবর্তীকালে এইসব দক্ষ কর্মীদের একাধিক ক্ষেত্রে নিযুক্ত করা হবে। বর্তমানে প্রথাগত শিক্ষায় শিক্ষিত যুবক-যুবতীরা বিভিন্ন ক্ষেত্রে অদক্ষ থাকায় চাকরি পেতে একাধিক সমস্যার সৃষ্টি হয়। এই সকল চাকরি প্রার্থীদের internship এর মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে ভারত সরকার একাধিক খেতে নিযুক্ত করতে চলেছে।

এছাড়া ইন্টারশিপের পাশাপাশি চাকরি প্রার্থীদের মাসিক 5000 টাকা ভাতা প্রদান করা হবে। ছাত্র-ছাত্রীরা প্রশিক্ষণ নেওয়ার সময়ে একাধিক কর্ম ক্ষেত্রে তাঁদের পরিচিতি তৈরি হবে, সেই সঙ্গে দক্ষতা অজর্নের ফলে কাজ পেতে সুবিধা হবে।

অষ্টম পাশে রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে প্রচুর Group D কর্মী নিয়োগ, ২৩ জেলা থেকে আবেদন করুন – WB Government Job Recruitment

বিষয়বস্তু বিস্তারিত তথ্য
প্রকল্পের নামপিএম ইন্টারশিপ প্রকল্প
উদ্দেশ্যবেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষতা বৃদ্ধি
প্রকল্পের আওতাভুক্ত সুবিধা১. কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ

২. মাসিক ৫,০০০ টাকা ভাতা প্রদান

৩. কর্মক্ষেত্রে দক্ষতা উন্নয়ন এবং পরিচিতি তৈরি

আবেদন যোগ্যতা১. ভারতীয় নাগরিক হতে হবে

২. পড়াশোনা সম্পূর্ণ হওয়া আবশ্যক

৩. বাবা-মা সরকারি চাকরিজীবী হলে আবেদন অযোগ্য৪. IIT/IIM ডিগ্রি থাকলে আবেদন অযোগ্য

প্রকল্পের ঘোষণা২০২৪ সালে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর্তৃক সরকারি বাজেটে ঘোষণা
আবেদন প্রক্রিয়াখুব শীঘ্রই শুরু হবে

ডাক ব্যাংকে বহু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এখনই আবেদন করে ফেলুন – India Post Job Recruitment

পিএম ইন্টারশিপে আবেদন যোগ্যতা: –

পিএম ইন্টারশিপ প্রকল্পে সকল চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন না। আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য অবশ্যই আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। এছাড়াও আবেদনের জন্য বিশেষ কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে, যথা-

  •  এই প্রকল্পের শুধুমাত্র তারা এই আবেদন করতে পারবেন যাদের পড়াশোনা সম্পূর্ণ হয়েছে, পড়াশুনা চলছে এমন চাকরিপ্রার্থী প্রকল্পের জন্য আবেদনযোগ্য নয়।
  •  যে সমস্ত চাকরিপ্রার্থীর বাবা-মা সরকারি চাকরির নিযুক্ত রয়েছেন তাদের ছেলে মেয়েরা প্রকল্পে আবেদন করতে পারবেন না।
  • ছাত্র-ছাত্রী ইতিমধ্যে IIT বা IIM-এর ডিগ্রি হয়েছে তারাই এই প্রকল্পের আওতায় পড়বে না। এই প্রকল্পে তারাই আবেদন করতে পারবেন, যে সমস্ত ছেলেমেয়েরা যোগ্য এবং তাদের চাকরির প্রয়োজন রয়েছে।

জেলার স্কুল SI অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ – WB Govt Job Recruitment

ভারত সরকারের পিএম ইন্টার্নশিপ প্রকল্প মন্ত্রিসভায় ঘোষণা করেছিলেন গত বছর অর্থমন্ত্রী নির্মলা সীতারাম। প্রকল্পে আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি, খুব শীঘ্রই আবেদন প্রক্রিয়ায় শুরু হতে চলেছে। তাই আগ্রহী চাকরি প্রার্থীরা প্রতিবেদনে নজর রাখুন আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশিত হলেই আপনাদের সর্বপ্রথম জানিয়ে দেওয়া হবে।

Official Notification Download 
Official Website Click Here
JR Team
JR Team

I write content for several years. I have well experience in job related content writing. Besides I write Government update related content such as Government announced, Schemes and Education related many content.