Central Government India Post Scheme : ভারত সরকারের নতুন প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা পাবেন মাসিক ২০,০০০ টাকার পেনশন। বর্তমানে সরকারি অথবা বেসরকারি কর্মচারীরা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভোগেন। তাই ভারত সরকার তাদের জন্য নতুন এক পেনশন যোজনা সূচনা করেছেন। যার মাধ্যমে বৃদ্ধ বয়সে আবেদনকারী ব্যক্তিরা মাসিক ২০ হাজার টাকার পেনশন পাবেন। ভারত সরকারের এই পেনশন প্রকল্পের সূচনা করেছেন ভারতীয় ডাক বিভাগ। যার মাধ্যম উপভোক্তারা পাঁচ বছরের জন্য টাকা জমা রাখতে পারবেন। পাঁচ বছর পূর্ণ হওয়ার পর পরবর্তী পাঁচ বছরের জন্য পুনরায় টাকা জমা রাখার সুবিধা রয়েছে। এছাড়াও ডাক বিভাগের তরফে মোট জমানো টাকার উপরে উচ্চ হারে সুদ প্রদান করা হয়। পরবর্তীকালে মোট জমানো টাকার উপরে ভিত্তি করে নির্দিষ্ট পরিমাণ মাসিক পেনশন প্রদান করা হয়।
নিম্নে ডাক বিভাগের এই পেনশন প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো। তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।
Central Government India Post Scheme
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম:
ভারত সরকারের তরফ থেকে বয়স্ক এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম শুরু করেছেন। এই প্রকল্পের মাধ্যমে ৬০ বছরের ঊর্ধ্বে বয়সী ব্যক্তিরা প্রতিমাসে ২০,০০০ টাকা পেনশন হিসেবে পাবেন। তবে এর জন্য ভোক্তাদের কিছু টাকা বিনিয়োগ করতে হবে। বিনিয়োগকারী অর্থের উপর ভিত্তি করে পরবর্তীকাল সুদ সমেত মাসিক পেনশন প্রদান করা হবে।
ফ্রী রেশন সঙ্গে নগদ একাউন্টে পাবেন ১০০০ টাকা, নতুন বছরে বিরাট উপহার – Central Government Scheme
প্রকল্পের সুবিধা:
ডাক বিভাগের সিনিয়র সিটিজেন প্রকল্পের মাধ্যমে নিম্নলিখিত সুবিধা প্রদান করা হয়।
- সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের মাধ্যমে ৬০ বছরের উর্ধ্বে মাসিক পেনশন প্রদান করা হয়।
- এই প্রকল্পের মাধ্যমে মোট জমানো টাকার উপর বার্ষিক ৮.২% হারে সুদ প্রদান করা হয়।
- আয়কর আইন ৮০সি ধারা অনুযায়ী প্রকল্পের সুবিধা ভোগীদের অর্থের উপরে বিশেষ ছাড় দেওয়া হবে।
- এই প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগীরা সর্বচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত অর্থ সঞ্চয় করতে পারবেন।
- আবেদনকারীর সর্বোচ্চ ০৫ বছরের জন্য আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। পাঁচ বছর পূর্ণ হওয়ার পর চাইলে পুনরায় দ্বিতীয়বারের জন্য আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।
আবেদন যোগ্যতা:
- আবেদনকারী কে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং পরিচয় পত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড থাকতে হবে।
- আবেদনকারী প্রার্থীদের বয়স ৬০ বছরের উর্ধ্বে হতে হবে।
- সরকারি কর্মচারী অথবা বেসরকারি ক্ষেত্রে কর্মরত প্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।
- সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত ব্যাক্তিরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।
আবেদন পদ্ধতি:
অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে, আবেদন জন্য চাকরি প্রার্থীদের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অপশনটি বেছে নিতে হবে। বেছে নেওয়ার পর আবেদন পত্রটি খুলবে। আবেদন পত্রে উল্লেখিত তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্র গুলি যুক্ত করে জমা করতে হবে। এছাড়াও আবেদনকারী যদি অফলাইনে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে চান তাহলে নিকটবর্তী ডাক বিভাগে যোগাযোগ করে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। ডাক বিভাগের মাধ্যমে কর্মীরাই অফলাইনের মাধ্যমে আপনার আবেদন প্রক্রিয়া গ্রহণ করবেন।
এছাড়াও সিনিয়র সিটিজেন প্রকল্প সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট প্রবেশ করতে পারেন। নয়তো আপনার নিকটবর্তী ডাক বিভাগের শাখায় যোগাযোগ করুন।
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
Team JR write content for several years. We have well experience in content writing such as job and scheme or other educational and career update. Thank you