Apprentice Recruitment : ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) হল ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে প্রতিষ্ঠিত একটি সংবিধিবদ্ধ সংস্থা। এটি ২০০৬ সালের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্টের অধীনে প্রতিষ্ঠিত হয়েছে, যা ভারতে খাদ্য নিরাপত্তা এবং নিয়ন্ত্রণের জন্য একটি সুসংহত আইন। বর্তমানে এই সংস্থা তাদের কাজ পরিচালনার্থে প্রশিক্ষণের মাধ্যমে একাধিক কর্মী নিয়োগ করতে চলেছেন। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) তরফে একাধিক পদে ইন্টার্নশিপ নিয়োগ করা হবে।
রাজ্যের সকল চাকরিপ্রার্থী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো। তাই আবেদনের পূর্বে বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।
FSSAI এর প্রধান দায়িত্বসমূহ : –
ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া প্রধান দায়িত্ব সমূহ গুলি হল-
- খাদ্য সুরক্ষার মান নির্ধারণ এবং প্রয়োগ।
- খাদ্য উৎপাদন, সঞ্চয়, বিতরণ, আমদানি এবং বিক্রয় নিয়ন্ত্রণ।
- খাদ্য সুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য রক্ষা প্রভৃতি।
পদের নাম ( Apprentice Recruitment): –
বর্তমানে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। সঠিক প্রশিক্ষণের অভাবে চাকরি প্রার্থীদের কাজ পেতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাই ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া তরফে ইন্টার্নশিপ ব্যবস্থা করা হয়েছে।
বয়স সীমা : –
FSSAI তরফে অনুষ্ঠিত ইন্টার্নশিপ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। প্রাপ্তবয়স্কের পাশাপাশি নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে তারাই আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীদের নির্দিষ্ট বয়সের ছাড় রয়েছে।
মাসিক বৃত্তি : –
FSSAI ইন্টার্নশিপ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের ট্রেনিং চলাকালীন মাসিক ১০,০০০ টাকা মাসিক বৃত্তি প্রদান করা হবে। যার ফলে চাকরি প্রার্থীরা ইন্টার্নশিপ প্রক্রিয়া অংশগ্রহণের জন্য আরো বেশি মনোযোগী হতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা : –
আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্যাজুয়েশন সম্পন্ন করতে হবে। এর পাশাপাশি নিম্নলিখিত যোগ্যতা গুলোর মধ্যে একটি থাকতে হবে।
- রসায়ন, বায়োকেমিস্ট্রি, ফুড টেকনোলজি, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ফুড অ্যান্ড নিউট্রিশন, ভোজ্যতেল টেকনোলজি, মাইক্রোবায়োলজি, ডেইরি টেকনোলজি, এগ্রিকালচারাল বা হর্টিকালচারাল সায়েন্স, ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি, টক্সিকোলজি, জনস্বাস্থ্যের মতো শাখায় স্নাতকোত্তর ডিগ্রি।
- ব্যবসায় প্রশাসন এবং ব্যবস্থাপনা, নীতি নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি অর্জন করতে হবে।
- সাংবাদিকতা, গণযোগাযোগ এবং জনসংযোগে পিজি ডিপ্লোমা/ডিগ্রী।
- কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং, বা সম্পর্কিত স্ট্রিমগুলিতে B.E./B.Tech ডিগ্রি সম্পূর্ণ করতে হবে।
বিষয় | বিবরণ |
---|---|
প্রতিষ্ঠান | ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) |
প্রধান দায়িত্ব | খাদ্য সুরক্ষার মান নির্ধারণ এবং প্রয়োগ, খাদ্য উৎপাদন, সঞ্চয়, বিতরণ, আমদানি এবং বিক্রয় নিয়ন্ত্রণ, খাদ্য সুরক্ষা সচেতনতা বৃদ্ধি। |
পদের নাম | ইন্টার্নশিপ |
বয়স সীমা | প্রাপ্তবয়স্ক (সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর জন্য বয়সের ছাড়) |
মাসিক স্টাইপেন্ড | ১০,০০০ |
আবেদন পদ্ধতি | অনলাইনে আবেদন (FSSAI অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যথাযথ তথ্য এবং ডকুমেন্ট আপলোড করে ফাইনাল সাবমিট করতে হবে)। |
আবেদনের শেষ তারিখ | ২৫ ডিসেম্বর ২০২৪ |
আবেদন পদ্ধতি : –
FSSAI অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। আবেদন প্রক্রিয়া চলাকালীন আবেদনকারীর নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার যথাযথ নথিপত্র প্রদান করতে হবে। এছাড়াও কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড দিতে হবে। সবশেষে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ন হবে।
WBPSC এর মাধ্যমে ফের কর্মী নিয়োগের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি জারি, ২৩ জেলা থেকে আবেদন করার সুযোগ
আবেদন তারিখ : –
আবেদন প্রক্রিয়া ১৭ ডিসেম্বর ২০২৪ থেকে শুরু হয়েছে এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৫ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। তাই আগ্রহী চাকরি প্রার্থীরা অফিসিয়াল নোটিফিকেশন যাচাই বাছাই করে যথাসময়ে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
Team JR write content for several years. We have well experience in content writing such as job and scheme or other educational and career update. Thank you