West Bengal Job Fair 2025 : চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। কারণ খুব শীঘ্রই তারা সরাসরি মেলায় অংশগ্রহণের মাধ্যমে চাকরি পেতে চলেছেন। বাংলা তথা কলকাতার বুকে আগামী জানুয়ারি মাস থেকে জব মেলা ২০২৫ অনুষ্ঠিত হতে চলেছে। অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তাই আগ্রহী প্রার্থীরা যত দ্রুত সম্ভব অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।
এবারের জব মেলা ২০২৫ আয়োজক সংস্থা WBMDFC দপ্তর। এই মেলায় ৩০ টির বেশি বেসরকারি নামিদামি সংস্থা উপস্থিত থাকবেন। তারা মেলা থেকে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে চাকরি প্রার্থীদের বাছাই করবেন। ফ্রেসার থেকে শুরু করে অভিজ্ঞ চাকরিপ্রার্থী মেলায় অংশগ্রহণ করতে পারবেন। নিম্নে জব মেলা ২০২৫ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো। যেখানে জানানো হয়েছে কিভাবে চাকরি প্রার্থীরা মেলায় অংশগ্রহনের মাধ্যমে সরাসরি চাকরি পেতে পারেন।
জব ফেয়ার আয়োজক সংস্থা :
বর্তমানে রাজ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীর সংখ্যা দ্রুত বাড়ছে। তাই সরকার এই বেকারত্ব সমস্যা মেটাতে একাধিক উদ্যোগ গ্রহণ করেছেন। বিভিন্ন সরকারি ক্ষেত্রে চাকরি দেওয়ার পাশাপাশি বেসরকারি সংস্থাগুলিও বেছে নিয়েছে সরকার। তাই একাধিক বেসরকারি সংস্থা গুলিকে একই ছাদের তলায় এনে মেলার মাধ্যমে হাজারে হাজার কর্মসংস্থান করা হচ্ছে। বর্তমান 2025 অর্থবছরে রাজ্য সরকার ঠিক একই উদ্যোগ গ্রহণ করেছেন। এই মেলা আয়োজক সংস্থাটি হলো পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম (WBMDFC)।
মেলায় কেন্দ্র :West Bengal Job Fair 2025
পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম (WBMDFC) তরফে যে জব মেলা ২০২৫ আয়োজন করা হয়েছে, এই মেলার কেন্দ্র কলকাতা ময়দানে, পার্ক সার্কাসের নিকটে। তাই আবেদনকারী চাকরি প্রার্থীরা নির্দিষ্ট দিনে এই মেলায় উপস্থিত হতে হবে। মেলা থেকেই সরাসরি ইন্টারভিউ মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে।
আবেদন যোগ্যতা :
জব মেলা ২০২৫ অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের বিশেষ কিছু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। যেকোনো পেশাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও যে সমস্ত ফ্রেশার চাকরিপ্রার্থী ভালো চাকরির প্রতীক্ষায় রয়েছেন তারাও আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন।
আবেদন পদ্ধতি :
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের সর্বপ্রথমে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর Application For Milan Utsav ২০২৫ Events ক্লিক করুন। এরপর Apply For Job Fair ২০২৫ ক্লিক করলেই আবেদনের পেজ খুলে যাবে। এবার সেখানে উল্লেখিত আবেদনকারীর নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার যাবতীয় তথ্য প্রদান করতে হবে। এছাড়াও প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট আপলোড দিতে হবে। এভাবেই অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন।
Kolkata Infosys Upcoming Recruitment : কলকাতায় ইনফোসিস কোম্পানিতে নিয়োগের বিজ্ঞপ্তি
প্রয়োজনীয় নথিপত্র :
চাকরি মেলায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের নিম্নলিখিত নথিপত্র গুলি প্রদান করতে হবে, যেমন-
- আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, যথা- মার্কশিট এবং সার্টিফিকেট। (অরিজিনাল এবং জেরক্স কপি)।
- বাসিন্দার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড।
- চাকরি প্রার্থীদের যাবতীয় তথ্য প্রদান করা বায়োডাটা (PDF ফরম্যাটে আপলোড করা)।
২ লক্ষ টাকা পাবেন মমতার এই প্রকল্পে, রাজ্যবাসীর জন্য দারুণ সুসংবাদ – WB Govt Scheme
গুরুত্বপূর্ণ তারিখ :
অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ৯ ডিসেম্বর ২০২৪, এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের জন্য চাকরি মেলা অনুষ্ঠিত হবে আগামী ২ জানুয়ারি ২০২৫, এই মেলা চলবে ৭ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত।
আমাদের সঙ্গে জুড়ে থাকুন 👇👇👇
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
Team JR write content for several years. We have well experience in content writing such as job and scheme or other educational and career update. Thank you