WB Govt Lakshmir Bhandar Scheme : বাংলার মা বোনদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষী ভান্ডার প্রকল্পের সূচনা করেছেন। তবে লক্ষী ভান্ডার প্রকল্পে এবার বড় দুঃসংবাদ শোনা গেল। প্রকল্পে অনেকের নাম বাদ পড়ায় লক্ষী ভান্ডারের টাকা আর ঢুকছে না ব্যাংক একাউন্টে। একাধিক কারণে লক্ষ্মী ভান্ডার প্রকল্প সুবিধা ভোগীদের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে বহু মহিলার নাম। যারা এখনো ভুলগুলি ঠিক করেননি তাদের এই মাস থেকেই টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে।
জানা গিয়েছে একটি দুটি নয় একাধিক কারণে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নাম বাদ পড়েছে। কোন কোন কারণে লক্ষী ভান্ডার প্রকল্পে নাম বাদ পড়েছে এবং কিভাবে পুনরায় লক্ষী ভান্ডার প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করবেন তা জানতে প্রতিবেদনটি বিস্তারিত দেখুন। আজকের প্রতিবেদনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তথা Lakshmir Bhandar Scheme যাদের নাম কাটা পড়েছে তারা চাইলে কিভাবে পুনরায় প্রকল্পের সুবিধা পেতে পারবেন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প : –
লক্ষী ভান্ডার প্রকল্পটি ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্য সরকার মহিলাদের জন্য চালু করেছেন। যার মাধ্যমে প্রাথমিক অবস্থায় রাজ্যের সাধারণ মহিলাদের মাসিক ৫০০ টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতির মহিলাদের ১০০০ টাকার ভাতা প্রদান করা হত। তবে বর্তমানে ভাতার পরিমাণ বৃদ্ধি পেয়ে। বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা ১০০০ এবং তপশিলি জাতী এবং উপজাতির মহিলারা ১২০০ টাকা করে মাসে পেয়ে থাকেন। বর্তমানে রাজ্যের কয়েক কোটি মহিলা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে মাসিক ভাতা পান।
এছাড়াও প্রতিবছর নতুন করে কয়েক লক্ষ মহিলার নাম নথিভুক্ত করা হয়ে থাকে। বর্তমানের লক্ষী ভান্ডার প্রকল্পের জনপ্রিয়তা রাজ্য ছাড়িয়ে পার্শ্ববর্তী অন্যান্য রাজ্য গুলিতেও ছড়িয়ে পরেছে। সেই রাজ্য গুলিতেও লক্ষী ভান্ডারের আদলে মহিলাদের জন্য ভাতা প্রদান করা হচ্ছে। তবে বর্তমানে লক্ষী ভান্ডার প্রকল্প থেকে বাংলার অনেক মহিলার নাম বাদ পড়েছে।
কাদের নাম বাদ পড়তে চলেছে:-
রাজ্য সরকার বেশ কিছু কারণে লক্ষ্মী ভান্ডার প্রকল্প থেকে মহিলাদের নাম বাতিল করছে, সেই কারণগুলি হলো-
- লক্ষী ভান্ডার প্রকল্পে আবেদনের ক্ষেত্রে অনেকে ভুয়ো তপশিলি জাতি এবং উপজাতির সংশয়পত্র জমা দিয়েছেন, যারা যারা ভুয়ো সংশয়পত্র জমা করেছেন তাদের লক্ষী ভান্ডারের নাম বাদ দেওয়া হচ্ছে।
- আবেদনের ন্যূনতম বয়সসীমা ২৫ বছর, তবে অনেকের বয়স ২৫ বছরের কম হওয়া সত্বেও আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন।
- কিছু মহিলাদের একাধিক ব্যাংক একাউন্ট থাকার দরুন তারা রাজ্যের একাধিক প্রকল্পের সুবিধা গ্রহণ করছেন।
- যাদের ব্যাংক অ্যাকাউন্টের KYC আপডেট নেই, তাদের ভাতা সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে।
নাম বাদ পড়লে কি করনীয় : –
লক্ষী ভান্ডার প্রকল্প থেকে যে সমস্ত মহিলার নাম বাদ পড়েছে তারা আবেদনের ক্ষেত্রে কোন ভুল নথিপত্র প্রদান করে থাকলে তা সংশোধন করে পুনরায় জমা করুন। রাজ্য সরকার জয়েন্ট একাউন্টে লক্ষী ভান্ডারের টাকা প্রদান করেন না। তাই আপনারা যদি লক্ষী ভান্ডার প্রকল্পে জয়েন্ট একাউন্ট ব্যবহার করেন তাহলে পুনরায় নিজস্ব ব্যাংক একাউন্ট জমা করুন। নিজের ব্যাংকে যান এবং কেওয়াইসি আপডেট করা আছে নাকি চেক করুন। যদি না থাকে, তবে ব্যাংক অবিলম্বে কেওয়াইসি নথি জমা করে আপডেট করুন।
WB Mid-Day-Meal recruitment : ব্লকে ব্লকে হিসাবরক্ষক নিয়োগ, শুধু Interview দিলেই যথেষ্ট
WB Govt Lakshmir Bhandar Scheme
উল্লেখিত একাধিক সমস্যা গুলির মধ্যে আপনার যদি কোন সমস্যা না থাকে তাহলে সরাসরি আপনার নিকটবর্তী ব্লক অফিস যোগাযোগ করুন। লক্ষ্মীর ভাণ্ডার ভাতার সুবিধ চালিয়ে যেতে চাইলে যাদের যাদের লক্ষ্মীর ভান্ডারের আবেদনে গরমিল আছে, তারা অবিলম্বে অনলাইনের মাধ্যমে নিজের লক্ষী ভান্ডার একাউন্টে সঠিক তথ্য দিয়ে আপডেট করুন।
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
Team JR write content for several years. We have well experience in content writing such as job and scheme or other educational and career update. Thank you