রাজ্যে বিশ্ববিদ্যালয়ে JRF নিয়োগ, নিযুক্ত হলে পাবেন ৩৭,০০০ টাকা, এখনই আবেদন করুন

JRF: রাজ্যের বিশ্ববিদ্যালয়ে ফের JRF পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। যোগ্যতার নিরিখে ছেলে ও মেয়ে প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। রাজ্যের বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে নিযুক্ত হলে ভালো মাসিক বেতনও দেওয়া হবে। তবে এই নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন। আমরা নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করছি। নিচের পদ ও তার সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। WB University JRF Recruitment

jrf

পদের নাম : এক্ষেত্রে বিজ্ঞপ্তি অনুযায়ী JRF পদে নিয়োগ করা হবে।

 

বয়সসীমা : যে সকল প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই তাদের বয়স থাকতে হবে সর্বাধিক 28 বছর বা তার কম।

 

বেতন কাঠামো : প্রথম ও দ্বিতীয় বছরে ৩৭,০০০/- টাকা দেওয়া হবে এবং তৃতীয় বছরে ৪২,০০০ টাকা দেওয়া হবে।

 

আবেদনের যোগ্যতা : এই পদে আবেদনের জন্য বা অংশগ্রহণের জন্য যোগ্যতা থাকতে হবে পদের সঙ্গে সামঞ্জস্য পূর্ণ। নিচে অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিঙ্ক দেওয়া হল সেখান থেকে বিস্তারিত জেনে নিবেন। এছাড়াও নিচে যোগ্যতা সংক্রান্ত স্ক্রিনশট দেওয়া হল –

বিষয়বিস্তারিত
পদের নামJRF (Junior Research Fellow) পদ
বয়স সীমাএক্ষেত্রে সর্বাধিক 28 বছর বা তার কম
বেতন কাঠামো1ম ও 2য় বছরে 37,000, 3য় বছরে 42,000
আবেদনের যোগ্যতাপদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যোগ্যতা (অফিসিয়াল নোটিশে বিস্তারিত)
আবেদন পদ্ধতিঅফলাইন (CV জমা করতে হবে নিদিষ্ট ঠিকানায়)
নিয়োগ পদ্ধতিইন্টারভিউ (শর্টলিস্টের মাধ্যমে)
আবেদন করার তারিখ১৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে

আবেদন পদ্ধতি : যে সকল আগ্রহী প্রার্থীরা এক্ষেত্রে আবেদন জানতে চাই তাদের অফলাইন মাধ্যমে CV জমা করতে হবে। যোগ্য প্রার্থীরা তাদের CV জমা করতে পারবেন নিদিষ্ট ঠিকানায় নিদিষ্ট সময়ের মধ্যে। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন। এরপর যোগ্যতা পরিপূর্ণ হলে আবেদন করে ফেলবেন। আবেদন সংক্রান্ত আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত জেনে নিবেন।

 

নিয়োগ পদ্ধতি : এক্ষেত্রে যোগ্য প্রার্থীদের জন্য ইন্টারভিউ এর আয়োজন করা হবে।

  • প্রথমে যোগ্য প্রার্থীদের নিয়ে একটি শর্টলিস্ট তৈরি করা হবে এবং এরপর তাদের ইন্টারভিউ এ ডেকে নেওয়া হবে।
  • ইন্টারভিউ এর দিন সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে

কেন্দ্র সরকারের বিপুল গ্রুপ সি চাকরির বিজ্ঞপ্তি, HS পাশে আবেদন করুন – Central Government Recruitment

আবেদন করার তারিখ : আবেদন করার তারিখ হিসেবে ১৫ ডিসেম্বর জানানো হয়েছে।

 

আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত জেনে নিবেন -.

Official Notification : Download 

আমাদের সঙ্গে জুড়ে থাকবেন 👇👇👇

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
x