রাজ্য পঞ্চায়েত দপ্তরে 6652 জন কর্মী নিয়োগ, অনলাইন রেজিষ্ট্রেশন করুন এখনই – WB Gram Panchayet Staff Recruitment

WB Gram Panchayet Staff Recruitment :আমরা কমবেশি সকলে জানি পশ্চিমবঙ্গ রাজ্য পঞ্চায়েত দপ্তরের অধীনে রাজ্যজুড়ে 6652 টি শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এ বছরের ফেব্রুয়ারী মাস নাগাত। এবার আগ্রহী প্রার্থীদের জন্য ফের একবার সেই নিয়োগের খবর নিয়ে উপস্থিত হয়েছি। কেননা রাজ্য বেকার যুবক যুবতীদের জন্য এটি একটি দারুণ সুযোগ হতে চলেছে। ছেলে ও মেয়ে সকলের জন্য দারুণ সুসংবাদ। যে সমস্ত প্রার্থীরা এখনো পর্যন্ত আবেদন করে না থাকেন তারা শেষ পর্যন্ত পড়বেন। নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হচ্ছে । WB Gram Panchayet Staff Recruitment

wb gram Panchayet staff recruitment

প্রথমে আসা যাক জেলা ভিত্তিক শূন্যপদ সম্পর্কে – 

যদিও এখনো পর্যন্ত পূর্ণ নোটিশ প্রকাশ করা হয়নি তবে প্রাথমিক তথ্য অনুযায়ী শূন্যপদ সম্পর্কে নিচে বিস্তারিত দেওয়া হল –

  1. বাঁকুড়া- ৬৬০ টি
  2. দক্ষিণ চব্বিশ পরগনা- ৫১৬ টি
  3. হুগলি -৬০৬ টি
  4. উত্তর ২৪ পরগনা- ৫৬৬ টি
  5. পশ্চিম মেদিনীপুর -৫৬০ টি
  6. পুরুলিয়া -৪০৫ টি
  7. আলিপুরদুয়ার- ১৮১ টি
  8. বীরভূম- ১৪৭ টি
  9. কোচবিহার -২০০ টি
  10. দক্ষিণ দিনাজপুর- ১৮৪ টি
  11. দার্জিলিং- ৩৬৬ টি
  12. হাওড়া- ৪৪২ টি
  13. জলপাইগুড়ি- ১৪৬ টি
  14. ঝাড়গ্রাম -২২৫টি
  15. কালিম্পং- ১৬৯টি
  16. মালদা- ১৩৮ টি
  17. মুর্শিদাবাদ- ১৭৮ টি
  18. নদিয়া -১৪৪ টি
  19. পশ্চিম বর্ধমান- ১২৩ টি
  20. পূর্ব বর্ধমান- ৩১৮ টি
  21. পূর্ব মেদিনীপুর- ৩২৯ টি
  22. উত্তর দিনাজপুর- ১০০ টি
  23. দার্জিলিং -৬৫ টি

 

কী কী পদে নিয়োগ করা হবে : 

  1. গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহকারী
  2. গ্রাম পঞ্চায়েত কর্মী
  3. গ্রাম পঞ্চায়েতের নির্মান সহায়ক
  4. গ্রাম পঞ্চায়েতের সহায়ক
  5. গ্রাম পঞ্চায়েতের সচিব
  6. পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্টস ক্লার্ক
  7. পঞ্চায়েত সমিতির ব্লক ইনফরমেটিক্স অফিসার
  8. পঞ্চায়েত সমিতির ক্লার্ক-কাম-টাইপিস্ট
  9. পঞ্চায়েত সমিতির ডেটা এন্ট্রি অপারেটর
  10. পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতির পিয়ন
  11. জেলা পরিষদের অতিরিক্ত হিসাবরক্ষক
  12. জেলা পরিষদের সহকারী ক্যাশিয়ার
  13. জেলা পরিষদের ডাটা এন্ট্রি অপারেটর।
  14. জেলা পরিষদের জেলা তথ্য বিশ্লেষক (ডিআইএ)
  15. জেলা পরিষদের গ্রুপ-ডি
  16. জেলা পরিষদের নিম্ন বিভাগের সহকারী
  17. জেলা পরিষদের স্টেনোগ্রাফার
  18. জেলা পরিষদের সিস্টেম ম্যানেজার
  19. জেলা পরিষদের কর্ম সহকারী

 

শিক্ষাগত যোগ্যতা : এক্ষেত্রে বিভিন্ন পদের জন্য বিভিন্ন যোগ্যতা দরকার রয়েছে।  নূন্যতম অষ্টম পাশে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে মহিলা ও পুরুষ সকলে আবেদন করতে পারবেন। যেহেতু বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতাও বিভিন্ন থাকতে হবে তাই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন। এক্ষেত্রে কিছু কিছু পদের জন্য উচ্চ যোগ্যতা থাকতে হবে এবং কম্পিউটার যোগ্যতাও থাকতে।

 

বয়সসীমা : যে সমস্ত চাকরি প্রার্থীরা গ্রাম পঞ্চায়েতের এই নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে আগ্রহী তাদের বয়স থাকতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে 40 বছরের মধ্যে। এর পাশাপাশি রিজার্ভ গোষ্ঠির জন্য সরকারি নিয়ম মাফিক বয়সের অতিরিক্ত ছাড় দেওয়া হবে।

 

আবেদন পদ্ধতি:

এক্ষেত্রে অনলাইন মাধ্যমে রেজিষ্ট্রেশন হচ্ছে। যে সমস্ত আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এখনো পর্যন্ত অনলাইন রেজিষ্ট্রেশন করতে পারেননি তারা অবশ্যই রেজিষ্ট্রেশন করে নিবেন। নিচে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে বিস্তারিত জেনে নিবেন। অনলাইন আবেদন করার আগে রেজিষ্ট্রেশন করার সুযোগ দিচ্ছে সংশ্লিষ্ট দপ্তর। যারা এখনো পর্যন্ত আবেদন করেন নি তারা তড়িঘড়ি রেজিষ্ট্রেশন করে নিতে পারেন। অনলাইন রেজিষ্ট্রেশন করতে জরুরি ডকুমেন্টস সমূহ সাথে রাখতে হবে এবং নির্ভূল ভাবে পূরণ করতে হবে। নিয়ম অনুযায়ী সমস্ত তথ্য পূরণ করতে হবে। এরপর জরুরি তথ্য গুলি যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে। 

আরও পড়ুন : কথায় অটুট মোদি! অবশেষে দেশবাসীর একাউন্টে ঢুকবে 3,000 টাকা -Central Government Scheme

আরও পড়ুন : WBCSC- র মাধ্যমে ক্লার্ক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, 23 জেলা থেকে সুযোগ, দেখুন যোগ্যতা ও অন্যান্য- WB Co Operative Bank Recruitment

জরুরি ডকুমেন্টস সমূহ : আবেদন করতে বেশ কয়েকটি জরুরি ডকুমেন্টস প্রয়োজন রয়েছে –

  • মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণ
  • শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
  • জাতিগত সংশা পত্র
  • পাসপোর্ট সাইজের ছবি
  • পরিচয় পত্র
  • অন্যান্য জরুরি ডকুমেন্টস

এখনো পর্যন্ত পূর্ণ অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়নি বা আপডেট পাওয়া যায়নি। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে নিয়মিত দেখে নিবেন। এই মুহুর্তে যারা রেজিষ্ট্রেশন করতে ভুলে গেছেন তাদের জন্য এখনো সুযোগ রয়েছে।

Official Website : Click Here

আমাদের সঙ্গে জুড়ে থাকতে নিচে ক্লিক করুন 👇👇👇👇

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Team JR
Team JR

Team JR write content for several years. We have well experience in content writing such as job and scheme or other educational and career update. Thank you