লক্ষীর ভান্ডার নিয়ে মমতার বিরাট ঘোষণা! ডিসেম্বরে দ্বিগুণ টাকা? দেখুন বিস্তারিত – West Bengal Government Scheme

West Bengal Government Scheme : সামনে ২০২৬ বিধানসভা ভোট, এই ভোটকে পাখির চোখ করে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। এর মাঝে লক্ষী ভান্ডার প্রকল্প নিয়ে রাজ্য সরকারের বিরাট ঘোষণা। পুনরায় লক্ষী ভান্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি করতে চলেছে রাজ্য সরকার। কিছুদিন আগেই এক বিজেপি নেতা রাজ্যের একাধিক ভাতার টাকা বাড়ানোর কথা জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার সেই মোতাবেক তাহলে কি সত্যি লক্ষী ভান্ডারের টাকা বৃদ্ধি পেতে চলেছে।এই নিয়ে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে।

West Bengal Government Lakshmi Bhandar Scheme 

লক্ষী ভান্ডার হল পশ্চিমবঙ্গ সরকারের একটি সামাজিক সুরক্ষা প্রকল্প যা ২০২১ সালে চালু হয়। এই প্রকল্পটির উদ্দেশ্য হল রাজ্যের নারীদের আর্থিক সাহায্য প্রদান করা, বিশেষ করে যারা দরিদ্র বা আর্থিকভাবে দুর্বল। লক্ষী ভান্ডার প্রকল্পের আওতায় মহিলাদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে অর্থ সহায়তা দেওয়া হয়। এই প্রকল্পটি বাংলার নারীদের স্বনির্ভর করে তোলার জন্য ভালো কাজ করছে।

west bengal government scheme

• লক্ষী ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা :

লক্ষী ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি ও উপজাতির মহিলাদের প্রতি মাসে ১২০০ টাকা দেওয়া হয়।অন্যান্য মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা করে প্রদান করা হয়। বর্তমানে রাজ্য সরকার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে প্রায় ৪৮,৪৯০ কোটি টাকা ব্যয় করেছে। ২০২৪ সালের ডিসেম্বর থেকে আরো অতিরিক্ত ৫ লাখ ৭ হাজার মহিলা লক্ষ্মী ভান্ডারের আর্থিক সহায়তা পেতে শুরু করবেন। তাই রাজ্য সরকার লক্ষী ভান্ডারে ব্যয় বৃদ্ধি পেতে চলেছে। বর্তমানে রাজ্যে লক্ষী ভান্ডারে মোট সুবিধাভোগীর সংখ্যা বেড়ে ২ কোটি ২১ লক্ষে পৌঁছে গেছে।

প্রয়োজনীয় নথিপত্র :

লক্ষী ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য কিছু প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হয়। নিচে এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় নথিপত্রের তালিকা দেওয়া হল-

  • ১. আবেদনকারীর আধার কার্ড।
  • ২. আবেদনকারীর বা পরিবারের রেশন কার্ড। এই রেশন কার্ড আপনাকে সরকারি সুবিধার অধিকারী হিসেবে নিশ্চিত করে।
  • ৩. আবেদন কারির ব্যক্তিগত বা পরিবারের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং তার একটি কপি জেরক্স প্রদান করতে হবে। প্রকল্পের টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।
  • ৪. প্যান কার্ড এবং পরিবারের আয় সংক্রান্ত প্রমাণপত্র।
  • ৫. আবেদনকারীর সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি।

 Read More :6,000 পদে রেলে ছেলে মেয়ে নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন, ফ্রী ট্রেনিং সঙ্গে মাসিক ভাতা – Railway Apprentice Recruitment

• আবেদন পদ্ধতি :

লক্ষী ভান্ডার প্রকল্পে আবেদন পদ্ধতি খুবই সহজ এবং অনলাইন অথবা অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করা যায়। আবেদন করার জন্য নিম্নলিখিত পদক্ষেপ গুলি অনুসরণ করতে হবে-

১. আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ জন্য লক্ষী ভান্ডার অফিশিয়াল পোর্টালে প্রবেশ করতে হবে, অফিসিয়াল পোস্টালের লিঙ্কটি হল https://laxmivandarbeneficiarywb.gov.in ।

২. অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে হোমপেজে Apply Now” অপশনে ক্লিক করতে হবে।

৩. আবেদন ফর্মে উল্লেখিত ব্যক্তিগত তথ্য যেমন- নাম, জন্মতারিখ, পরিবারের আয়, অ্যাড্রেস প্রভৃতি পূরণ করতে হবে। এছাড়াও, আপনার আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ইত্যাদি তথ্য প্রদান করতে হবে।

৪. আবেদন পত্রের সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপলোড করতে হবে।

৫. সব তথ্য ঠিকমতো পূরণ করার পর “সাবমিট” অপশনে ক্লিক করুন। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।

যদি আপনি অনলাইনে আবেদন করতে না পারেন, তাহলে আপনার স্থানীয় ব্লক অফিস বা শহরের পুরসভায় গিয়ে আবেদন করতে পারবেন। প্রকল্পে আবেদন করার পরে, আপনার আবেদনটি যাচাই করা হবে। যদি সব তথ্য সঠিক থাকে, তবে আপনাকে সাহায্য পাওয়া যাবে এবং ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।

 

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Team JR
Team JR

Team JR write content for several years. We have well experience in content writing such as job and scheme or other educational and career update. Thank you