সরকারি প্রকল্পে প্রতিমাসে ৫০ হাজার পেতে জমা করুন ১৫ হাজার টাকা, হিসাব মিলিয়েনিন – Central Government NPS Scheme

Central Government NPS Scheme : সরকারি এই প্রকল্পে মাত্র ১৫ হাজার টাকা বিনিয়োগ করে মাসে ৫০ হাজার টাকার পেনশন পাবেন। এছাড়াও মাসে মাসে জমা করা টাকাও সুদ সমেত ফেরত পাবেন। ভারত সরকারের এই প্রকল্প ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে। এটি মূলত কর্মজীবনের যুবক যুবতী এবং মধ্যবয়স্ক নাগরিকদের জন্য শুরু করা হয়েছে।

কর্মজীবনে রোজগার থাকায় সংসারিক জীবন এবং নিজের হাত খরচ বেশ সুন্দরভাবেই চলে যায় কিন্তু পরবর্তীকালে বৃদ্ধ বয়সে যখন কর্ম ক্ষমতা থাকে না তখন প্রধান সমস্যা দেখা দেয়। কর্মজীবনে সমস্ত টাকা খরচ করে ফেলায় পরবর্তীকালে বৃদ্ধ বয়সে জীবন যাপন অতি কষ্টের অতিবাহিত করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বৃদ্ধ বাবা মাকে সন্তান অবহেলা করছে। তাই বাধ্য হয়ে বয়স্কদের অন্যের সাহায্যের প্রতীক্ষায় বসে থাকতে হয়।

ভারত সরকার এই সমস্ত নাগরিকদের জন্যই এই প্রকল্পের সূচনা করেছেন। যেখানে কর্মজীবনে আপনারা কিছু টাকা জমা করতে পারবেন। পরবর্তীকালে বৃদ্ধ বয়সে সেই টাকা শোধ সমেত ফেরত পাবেন। তার পাশাপাশি মাসিক পেনশন পাবেন। তাই বৃদ্ধ বয়সে আপনার জীবনকে সুন্দরভাবে পরিচালিত করতে এবং অন্যের উপর নির্ভরশীল কমাতে প্রকল্পে আবেদন করতে পারেন। নিম্নে প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন – এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন, কত টাকা আবেদনে পেনশন সহ অন্যান্য কি সুবিধা রয়েছে প্রভৃতি তথ্যগুলো তুলে ধরা হলো।

central government nps scheme

প্রকল্পে বিনিয়োগের সুবিধা :

১৫ হাজার টাকা জমা করে, মাসিক পঞ্চাশ হাজার টাকার যে প্রকল্প চালু করেছে ভারত সরকার, এই প্রকল্পটির নাম হল NPS প্রকল্প। যার মাধ্যমে মাধ্যমে আপনারা অবসর গ্রহণের পর মাসিক পঞ্চাশ হাজার টাকা পেনশন পাবেন। এর পাশাপাশি মোট জমা করা টাকার ৬০% তুলে নিতে পারবেন। অবশিষ্ট টাকার ৪০% টাকা পেনশন হিসেবে আপনাদের দেওয়া হবে। এই ৪০% টাকা থেকেই আপনাকে প্রতি মাসে পেনশন দেওয়া হবে।পেনশনের পরিমাণ নির্ভর করবে আপনার মোট বিনিয়োগের উপর।

আপনি যদি বেশি পরিমাণে টাকা সঞ্চয় করেন তাহলে পেনশন হিসেবে বেশি টাকা রিটার্ন পাবেন। ধরে নেওয়া যাক আপনি মাসে ১৫০০০ টাকা করে বিনিয়োগ করেছেন। তাহলে ২৫ বছরে আপনার মোট বিনিয়োগের পরিমাণ হবে ৪,৫০,০০০ টাকা। এই টাকার ১০% সুদের হারে আপনার মোট সুদ হবে ১,৫৫,৬৮,৩৫৬ টাকা। এক্ষেত্রে আপনার সুদ সমেত মোট টাকা হবে ২,০০,৬৮,৩৫৬ টাকা। এখান থেকে ৪০% টাকা অর্থাৎ ৮০,২৭,৩৪২ টাকা আপনি ফান্ডে রেখে দেবেন। যার থেকে আপনাকে মাসে ৮ % সুদের হারের ৫৩,৫১৬ টাকা পেনশন হিসেবে দেওয়া হবে।

হেল্থ ডিপার্টমেন্টে বহু পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন করতে এখনই পড়ুন – West Bengal District Health Recruitment

আবেদন পদ্ধতি: –

আগ্রহ কর্মজীবী মানুষেরা NPS প্রকল্প অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য সরাসরি ব্যাংকের শাখায় যোগাযোগ করতে পারেন। ব্যাংক থেকেই আপনাদের আবেদনের একটি ফর্ম দেওয়া হবে। এই ফর্মে উল্লেখিত তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদনের ফর্মটি পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্র সমেত জমা করতে হবে। আবেদন কারীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং পরিচয় পত্র যেমন- আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংক পাসবুক ইত্যাদি জমা করতে হবে।

মাত্র 250 টাকায় 71 লক্ষ পাবেন! পোস্ট অফিসের এই স্কিমে নাম লেখান এখনই – Indian Postal Scheme

ভারত সরকারের NPS প্রকল্প সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন। অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত জানানো হয়েছে। আমাদের প্রতিবেদনের নিচে অফিশিয়াল ওয়েবসাইট লিংক দেওয়া রয়েছে, সেই লিংকে ক্লিক করে আপনারা সরাসরি ওয়েবসাইটে পৌঁছে যাবেন। সেখান থেকেই আপনারা যাবতীয় তথ্য পেয়ে যাবেন।

 

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a Comment