বেকারদের মাসে মাসে দিচ্ছে ১৫,০০০ টাকা সঙ্গে চাকরি ফ্রী প্রশিক্ষণ, এখনই আবেদন করুন – Reliance Internship Recruitment

Reliance Internship Recruitment : চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর, বিনামূল্যে ইন্টার্নশিপে অংশগ্রহণ করলেই পাবেন মাসিক ১৫,০০০ টাকা। সম্পূর্ণ বিনামূল্যে ইন্টার্নশিপের এই সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে রিলায়েন্স কোম্পানি। দেশের বেকার সমস্যা কমাতে এই বিশেষ উদ্যোগ। এছাড়াও ইন্টার্নশিপের পাশাপাশি প্রশিক্ষনার্থীরা প্রতিমাসে প্রশিক্ষণের পাশাপাশি স্টাইপেন্ড পাবেন। তাই আর দেরি কিসের, আজকেই আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন। ‌তবে আবেদনের পূর্বে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য গুলি জেনে নিন। নিম্নে ভারতীয় রিলায়েন্স কোম্পানির ইন্টার্নশিপের অফিসিয়াল বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন- ইন্টার্নশিপের সময় সীমা, আবেদন যোগ্যতা, ইন্টার্নশিপ লোকেশন প্রভৃতি আলোচনা করা হলো।

Reliance internship recruitment

•মার্কেটিং ইন্টার্ন:

রিলায়েন্স কোম্পানির ব্র্যান্ডস লিমিটেড মার্কেটিং ইন্টার্ন পদে সম্পূর্ণ বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং আয়োজন করেছে। ২০০৭ সালের অক্টোবর মাসে প্রতিষ্ঠিত এই রিলায়েন্স ব্র্যান্ডস লিমিটেড সূচনা হলেও বর্তমানে বেশ নাম ডাক ছড়িয়েছে। তাদের উদ্যোগে দেশে বেকার সমস্যা কমাতে প্রশিক্ষণের ব্যবস্থা। বর্তমানে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

তবে চাকরিপ্রার্থীদের মধ্যে পুঁথিগত শিক্ষা থাকলেও কারিগরিব বিদ্যার বেশ অভাব রয়েছে। তাই একাধিক দেশিয় কোম্পানিগুলি বিনা প্রশিক্ষণার্থী চাকরিপ্রার্থীদের নিয়োগে অনীহা দেখায়। তাই বর্তমানে রিলায়েন্স কোম্পানি বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে চলেছে। এছাড়া প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষনার্থীদের মনবল বৃদ্ধি করতে স্টাইপেন ব্যবস্থা রয়েছে। এছাড়া প্রশিক্ষণ চেয়েছে সার্টিফিকেট প্রদান করা হবে।

•ইন্টার্নশিপ সময়সীমা:

ইন্টার্নশিপে অংশগ্রহণকারী প্রার্থীদের ৩ মাস জন্য প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণার্থীরা প্রতিমাসে ১৫০০০ টাকা করে স্টাইপেন্ড পাবেন।

•আবেদন যোগ্যতা:

ইন্টার্নশিপ অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে। দক্ষতার পাশাপাশি চাকরিপ্রার্থীদের উক্ত কাজে আগ্রহ আবশ্যিক। কারণ এখানে ৩ মাস প্রার্থীদের নিরবিচ্ছিন্ন সময় দিতে হবে। পুরুষদের পাশাপাশি যে সকল মহিলারা তাদের ক্যারিয়ার নতুন করে শুরু করতে চান তারাও এই ইন্টার্নশিপ অংশগ্রহণ করতে পারবেন।

•ইন্টার্নশিপ লোকেশন:

রিলায়েন্স কোম্পানির ব্র্যান্ডস লিমিটেড মার্কেটিং তরফ ইন্টার্নশিপ ব্যবস্থা করা হয়েছে, এই ইন্টার্নশীপ প্রশিক্ষণের লোকেশন মুম্বাই । প্রশিক্ষণ চলাকালীন তিন মাস আপনাদের মুম্বাই শহরে থাকতে হবে।

•আবেদন পদ্ধতি:

অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য সর্ব প্রথম আবেদনকারীকে এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে পরবর্তীকালে সেই রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে Apply Now অপশনে ক্লিক করে সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। ‌ আবেদন প্রক্রিয়া চলাকালীন আবেদনকারীর যাবতীয় তথ্য প্রদান করতে হবে।

10 টাকায় কিনুন সোনা, সাধারণ মানুষের জন্য দারুণ উপহার জিও কোম্পানির – Jio Gold Offer

•শেষ তারিখ:

অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ইংরেজি ২৯ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। তাই আগ্রহী চাকরিপ্রার্থীরা দ্রুত আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Mr Jobre
Mr Jobre

I writing content for several years. I write content related to job,scheme,business and educational related update. Please forgive me for any typing mistake or others.