West Bengal Insurance Company Recruitment : চাকরি প্রার্থীদের জন্য সুখবর, রাজ্যে পুনরায় নতুন শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে একটি ইন্সুরেন্স কোম্পানি। যেখানে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। জাতীয় ইন্সুরেন্স কোম্পানি কর্মী নিয়োগ প্রক্রিয়ায় ৫০০ অধিক শূন্যপদ রয়েছে।
রাজ্যের সকল চাকরি প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা চলবে আগামী কিছুদিন। তাই আর বিলম্ব না করে সরাসরি আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। নিম্নে ইন্স্যুরেন্স কোম্পানির নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন- শূন্য পদ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ প্রভৃতি আলোচনা করা হলো।
•নিয়োগকারী সংস্থা:
ইন্সুরেন্স কোম্পানির নিয়োগ প্রক্রিয়াটি জাতীয় ইন্সুরেন্স কোম্পানির (NICL) তরফে সম্পূর্ণ করা হবে।
•পদের নাম:
জাতীয় ইন্সুরেন্স কোম্পানি নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে শূন্য পদের নাম হল অ্যাসিস্ট্যান্ট পদ।
•শূন্য পদের সংখ্যা:
ইন্সুরেন্স কোম্পানি নিয়োগ প্রক্রিয়ায় সর্বমোট শূন্য পদ রয়েছে ৫০০ টি। একাধিক রাজ্যে শূন্য পদের সংখ্যা ভিন্ন রয়েছে, যেমন –
- অন্ধ্রপ্রদেশ- ২১
- অরুণাচল প্রদেশ ০১
- আসাম ২২
- বিহার ১০
- ছত্রিশগড় ১৫
- গোয়া ০৩
- গুজরাট ৩০
- হরিয়ানা ০৫
- হিমাচল প্রদেশ ০৩
- ঝাড়খন্ড ১৪
- কর্ণাটক ৪০
- কেরালা ৩৫
- মধ্যপ্রদেশ ১৬
- মহারাষ্ট্র ৫২
- মনিপুর ০১
- মেঘালয় ০২
- মিজোরাম ০২
- নাগাল্যান্ড ০১
- উড়িষ্যা ১০
- পাঞ্জাব ১০
- রাজস্থান ৩৫
- সিকিম ০১
- তামিলনাড়ু ৩৫
- তেলেঙ্গানা ১২
- ত্রিপুরা ০২
- উত্তর প্রদেশ ১৬
- উত্তরাখণ্ড ১২
- পশ্চিমবঙ্গ ৫৮
- আন্দামান এন্ড নিকোবর দ্বীপপুঞ্জ ০৮
- চন্ডিগড় ০৩
- দিল্লি ২৮
- জম্মু-কাশ্মীর ০২
- লাদাখ ০১
- পন্ডিচেরি ০২
•বয়স সীমা:
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য নূন্যতম বয়স সীমা ২১ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর।
•মাসিক বেতন:
ইন্সুরেন্স কোম্পানির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীর মাসিক বেতন ২৩,০০০ থেকে ২৫,০০০ টাকা।
•শিক্ষাগত যোগ্যতা:
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক পাশ করে থাকতে হবে।
•আবেদন পদ্ধতি:
অনলাইনে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তার জন্য আবেদনকারী চাকরিপ্রার্থীদের সর্ব প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে সেই রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আবেদন চলাকালীন চাকরি প্রার্থীর রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার, মাধ্যমিকের এডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতা নথিপত্র প্রয়োজন রয়েছে। আবেদন প্রক্রিয়ার শেষে আবেদন ফি জমার মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
•আবেদন ফি:
অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য UR/OBC চাকরি প্রার্থীদের ৮৫০ টাকা আবেদন মূল্য রয়েছে। SC/ST চাকরিপ্রার্থীদের প্রয়োজনীয় আবেদন মূল্য ১০০ টাকা।
•আবেদনের শেষ তারিখ:
গত ২৪ শে অক্টোবর ২০২৪ তারিখে থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই আবেদন প্রক্রিয়া ১১ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত চলবে।
ইন্সুরেন্স কোম্পানির নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন। প্রতিবেদনের নিচে অফিশিয়াল নোটিফিকেশনের লিংক দেওয়া রয়েছে। সেই লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোডের মাধ্যমে বিস্তারিত দেখতে পাবেন।
Official Notification : Download
Official Website : Click Here
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |