Airport Authority Staff Recruitment : চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর, মাধ্যমিক পাস যোগ্যতায় এয়ারপোর্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরি প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। এখানে মূলত হ্যান্ডিম্যান ও হ্যান্ডিওম্যান পদে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। যেখানে মাসিক বেতন রয়েছে ২২,৫৩০ টাকা। Airport Authority Staff Recruitment
রাজ্যে ২৩ টি জেলার নাগরিক নারী পুরুষ নির্বিশেষে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। নিম্নে এয়ারপোর্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, মোট শূন্য পদের সংখ্যা, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ প্রভৃতি আলোচনা করা হলো। আগ্রহী চাকরি প্রার্থীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।
• পদের নাম:
ভারতীয় এয়ারপোর্টে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদ গুলি হল- হ্যান্ডিম্যান ও হ্যান্ডিওম্যান পদ।
• শূন্যপদ :
নিয়োগ প্রক্রিয়ায় হ্যান্ডিম্যান ও হ্যান্ডিওম্যান পদে মোট শূন্য পদ রয়েছে ১৪২ টি। তারমধ্যে হ্যান্ডিম্যান পদে রয়েছে ১৩১ টি এবং হ্যান্ডিওম্যান পদে রয়েছে ১১ টি শূন্য পদ।
• বয়স সীমা:
২৮ বছর বয়স পর্যন্ত সকল চাকরি প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। তবে সরকারি নিয়ম অনুযায়ী OBC প্রার্থীরা ৩ বছর, SC/ST প্রার্থীরা ৫ বছর এবং PwBD চাকরি প্রার্থীরা ১০ বছরের বয়সের ছাড় পাবেন।
• বেতন :
উল্লেখিত পদ গুলিতে প্রাথমিক অবস্থায় বেসিক পে লেবেল অনুযায়ী মাসিক বেতন রয়েছে ২২,৫৩০ টাকা। পরবর্তীকালে ধাপে ধাপে এই বেতনের পরিমাণ বাড়বে।
• শিক্ষাগত যোগ্যতা:
নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণের জন্য চাকরিপ্রার্থীদের কোন স্বীকৃত বিদ্যালয় থেকে দশম শ্রেণী পাস যোগ্যতার প্রয়োজন। এছাড়াও আবেদনকারীকে ইংরেজি ভাষায় লিখতে এবং পড়তে জানতে হবে।
• আবেদন পদ্ধতি:
সর্ব প্রথমে অফিসিয়াল পোর্টাল aiasl.in থেকে আবেদন পত্রটিকে ডাউনলোড করে , A4 পেইজে তার প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপর আবেদন পত্রে উল্লেখিত তথ্যগুলো সুন্দরভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ ইন্টারভিউ এর দিন নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে। ইন্টারভিউর ঠিকানা এবং তারিখ নিম্নে উল্লেখ রয়েছে।
• বাছাই প্রক্রিয়া:
চাকরিপ্রার্থীদের বাছাই ক্ষেত্রে কোন লিখিত পরীক্ষা হবে না। সরাসরি ইন্টারভিউ মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়ে মেরিট লিস্ট তৈরি হবে। এই লিস্টে যারা এগিয়ে থাকবে সেই সমস্ত চাকরি প্রার্থীদের নিয়োগ পত্র দেওয়া হবে।
• আবেদন মূল্য:
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী জেনারেল/ OBC প্রার্থীদের প্রয়োজনীয় আবেদন মূল্য ৫০০ টাকা। এছাড়াও SC/ ST/ PwBD চাকরি প্রার্থীদের কোন আবেদন ফি লাগবে না।
• ইন্টারভিউ তারিখ:
হ্যান্ডিম্যান পদে আবেদনকারীর ইন্টারভিউ তারিখ ০৪.১১.২০২৪ এবং ০৫.১১.২০২৪, সকাল ৯:৩০ থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত।
হ্যান্ডিওম্যান পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ এর তারিখ ০৬.১১.২০২৪, সকাল ৯:৩০ থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত রয়েছে।
• ইন্টারভিউ ঠিকানা:
আবেদনকারীকে আবেদনপত্র সমেত নিম্নলিখিত ঠিকানায় ইন্টারভিউয়ের দিন পৌঁছাতে হবে।
RTO Circle Play Ground, Opposite Collector Office, Beside Ashraye Inn hotel, Ahmedabad 380027
বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন। নিম্নে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড এর লিংক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে সরাসরি নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিতে পারবেন।
Official Notification : Download
Application Form: Download
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |