Aadhaar Department Staff Recruitment : আধার কার্ড বর্তমানে ভারতীয় নাগরিকের অন্যতম পরিচয় পত্র। অফিস আদালত থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠানে আধার কার্ড অপরিহার্য। প্রতিবছর কয়েক লক্ষ নতুন করে আধার কার্ডের আবেদন জমা হয়। নতুন আধার কার্ড তৈরি এবং ভূল সংশোধনের কাজে প্রচুর কর্মী প্রয়োজন। তাই বর্তমানে আধার সংস্থায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। Aadhaar Department Staff Recruitment
আধার কার্ডের যাবতীয় কাজ মূলত ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) সম্পন্ন করে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ডেপুটি ডিরেক্টর এবং সিনিয়র অ্যাকাউন্টস পদে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের সকল চাকরি প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। তাই আপনি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকলে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। নিম্নে আধার কার্ডের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন- শুন্য পদ, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি, আবেদন শেষ তারিখ প্রভৃতি আলোচনা করা হলো।
∆পদের নাম:
আধার কার্ড সংস্থায় কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে মূলত দুটি পদে নিয়োগ করা হবে, এই দুটি পদের নাম হল-
• ডেপুটি ডাইরেক্টর
• সিনিয়র অ্যাকাউন্টস অফিসার
∆বয়স সীমা:
নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। আবেদন শুরু তারিখ অনুযায়ী আবেদন কারির বয়স সর্বোচ্চ ৫৬ বছর মধ্যে থাকতে হবে।
∆মাসিক বেতন:
ডেপুটি ডাইরেক্টর পদে পে লেভেল একাদশ অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে ৬৭,৭০০ টাকা থেকে ২,০৮,৭০০ টাকা। সপ্তম পে কমিশন অনুযায়ী লেভেল ১০ হিসেবে সিনিয়র অ্যাকাউন্টস অফিসার পদে চাকরিপ্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা।
∆আবেদন পদ্ধতি:
অফলাইনে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারীকে সর্বপ্রথম এর অফিশিয়াল ওয়েবসাইট uidai.gov.in প্রবেশ করে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। আবেদনপত্র ডাউনলোড হওয়ার পর সেটিকে ভালোভাবে পূরণ করে নির্দিষ্ট ঠিকানা জমা দিতে হবে। আবেদনপত্র জমা করার ঠিকানা নিম্নে উল্লেখ রয়েছে। আবেদন পত্রের সঙ্গে আবেদনকারীর যাবতীয় নথিপত্র যুক্ত করে খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর জন্য আপনারা ডাক বিভাগের স্পিড পোস্ট ব্যবহার করতে পারেন।
∆প্রার্থী বাছাই প্রক্রিয়া:
নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের, কোনরকম লিখিত পরীক্ষা হবে না। সরাসরি ইন্টারভিউ মাধ্যমে চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। তাই যে সকল চাকরিপ্রার্থীদের দ্রুত চাকরির প্রয়োজন রয়েছে তারা আঁধার সংস্থার এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ইন্টারভিউর মাধ্যমে চাকরিতে যুক্ত হতে পারেন।
∆শিক্ষাগত যোগ্যতা:
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতার প্রয়োজন রয়েছে। কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আবেদনকারী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যাকাউন্ট্যান্ট বা MBA (ফাইন্যান্স) উত্তীর্ণ হতে হবে অথবা SAS বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
∆আবেদনের তারিখ:
আজ থেকেই আবেদনপত্র পাঠাতে পারেন, আবেদনপত্র পাঠানোর অন্তিম সময়সীমা হল ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখ।
∆আবেদন পত্র পাঠানোর ঠিকানা:
আগ্রহী চাকরিপ্রার্থীরা ২৪ শে ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র নিম্নলিখিত ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে পারেন।
Director (HR), Unique Identification Authority of India (UIDAI), Regional Office, 6th Floor, East Block, Swarna Jayanthi Complex, Beside Matrivanam, Ameerpet Hyderabad-500038
এছাড়াও বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন। প্রতিবেদনের নিচে নোটিফিকেশন এর লিংক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে সরাসরি ডাউনলোড করে অফিশিয়াল নোটিফিকেশন বিস্তারিত দেখতে পারবেন।
অফিসিয়াল নোটিশ : ডাউনলোড
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |