রেলে 1 লক্ষ গ্রুপ ডি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে করা যাবে আবেদন, দেখুন বিস্তারিত -Railway Group D Job Recruitment

ভারতীয় রেলের কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে শূন্য পদ গুলির নাম হল - সহকারী পদ, লেভেল ওয়ান পোস্টিং, বিভিন্ন কারিগরি বিভাগ, সহকারী হেল্পার, ট্র্যাক রক্ষণাবেক্ষক গ্রেড-IV প্রভৃতি।

উপরে উল্লেখিত একাধিক পদে সর্বমোট শূন্য পদ রয়েছে ১০৩৭৬৯ টি। তবে একাধিক জোনে শূন্য পদের সংখ্যা ভিন্ন রয়েছে

ভারতীয় রেলের গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ কারীর চাকরি প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাশ করে থাকতে হবে। যেহেতু একাধিক পদে নিয়োগ প্রক্রিয়া করা হবে তাই কিছু পদের ক্ষেত্রে ITI ডিগ্রী কোর্স সম্পূর্ণ করে থাকতে হবে।

সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারী কে ভারতীয় রেলের অফিসের ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

ভারতীয় রেলে আবেদনের ক্ষেত্রে General / OBC / EWS ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের ৫০০ টাকা আবেদন মূল্য প্রয়োজন। অন্যদিকে SC / ST চাকরিপ্রার্থীদের ২৫০ টাকা আবেদন মূল্য প্রয়োজন। পরীক্ষায় অংশগ্রহণ করলে পরবর্তীকালে চাকরি প্রার্থীদের আবেদন মূল্য ফেরত দেওয়া হবে।